Transgender judge: ইতিহাস গড়ল বাংলা, লোক আদালতে বিচারকের আসনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি

।।প্রথম কলকাতা।।

 

Transgender judge: লোক আদালতের বিচারক রূপান্তরকামী সমাজকর্মী। অনেক লড়াই ছিল তাঁর সমাজের সঙ্গে। অনেক উপেক্ষার জবাব দিতে হয়েছিল তাঁকে। তাঁর ভাবনার মননের বিচার করত পরিবার, সমাজ। এবার সেই অত্রি কর আদালতে বিচারকের আসনে।

 

সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে কিন্তু এখনও অধিকারের লড়াই থামেনি। সেই লড়াই এবং সামাজিক কাজের জন্য অত্রি করকে লোক আদালতের বিচারকের সম্মান দেওয়া হয়।

দেশের মধ্যে প্রথমবার তৃতীয় লিঙ্গের কোনো প্রতিনিধি বিচারকের পদে বসেন। লোক আদালতে বিচারকের ভূমিকায় নানান সমাজকর্মীদের স্থান দেওয়া হয়। হুগলির ত্রিবেনীর বাসিন্দা অত্রি। বর্তমানে তিনি কুন্তীঘাটের রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার পদে কর্মরত। তিনি বরাবর তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে লড়াই করে চলেছেন। ছোটদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত।

আদালতের কাজের শেষে অত্রি কর জানান, যারা বিচারক তাঁরাই আজ আমাদের পাশে বসে আমাদের কথা শুনছেন এটা অত্যন্ত সম্মানের। পাশাপাশি তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে তাঁদের নিয়ে সমাজের মনোভাবে এখনও পুরোপুরি খুশি নন তিনি। তবে বিচারকের ভূমিকায় তাঁর কাজে সংশ্লিষ্ট সব মহল।

Exit mobile version