Kolkata-Delhi Trains: কুয়াশার চাদরে মোড়া রাজধানী, কলকাতা থেকে ট্রেন চলছে ৫-৭ ঘন্টা দেরিতে

।। প্রথম কলকাতা।।

Kolkata-Delhi Trains: রাজধানী দিল্লিতে ( Delhi) অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। একই সঙ্গে সেখানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ক্রমশ নেমে আসছে। এই কুয়াশার কারণে বিলম্ব হচ্ছে ট্রেন পথে ( Train Route) । হাওড়া এবং শিয়ালদা থেকে যে ট্রেনগুলি রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় সেগুলি সঠিক সময়ে দিল্লিতে গিয়ে পৌঁছাতে পারবে না। এমনটাই জানানো হয়েছে। অন্ততপক্ষে ওই ট্রেনগুলির পাঁচ থেকে সাত ঘন্টা দেরি হবে দিল্লিতে পৌঁছাতে।

রেলওয়ের তরফ থেকে নিজের তথ্য দেওয়া হয়েছে সেখানে জানানো হয় যে, কুয়াশার কারণে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলি দেরিতে চলছে। সর্বমোট ২৯ টি ট্রেন রয়েছে যেগুলি এই কুয়াশার কারণে ধীরগতিতে চলছে। তার মধ্যে অনেকগুলি হল কলকাতা ( Kolkata) এবং হাওড়া ( Howrah) থেকে দিল্লিগামী। যেমন শিয়ালদা ( Sealdah) থেকে রাজধানী এক্সপ্রেস বর্তমানে চলছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দেরিতে । হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস চলছে প্রায় সাড়ে চার ঘন্টা।
দেরিতে। একই রকম ভাবে হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসটিও সাত ঘন্টা দেরিতে চলছে।

এই ট্রেন গুলির যাত্রাপথে যদি নতুন করে কোন সমস্যা তৈরি না হয় তাহলে অন্ততপক্ষে পাঁচ সাত ঘন্টা দেরি হলেও এগুলি দিল্লিতে গিয়ে পৌঁছাতে পারবে। বলাই বাহুল্য এই কুয়াশার ( Fog) কারণে বাংলা থেকে যে সকল যাত্রীরা দিল্লিতে যাচ্ছেন ট্রেন পথে তাঁরা ভীষণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে মৌসম ভবনের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, আগামী কয়েক দিন এইরকমই পরিস্থিতি থাকবে। তাই যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লি যাচ্ছেন অথবা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসছেন তাদের কিছুটা সমস্যা হতে পারে।

এই কুয়াশার কারণে শুধুমাত্র ট্রেন পথে যাতায়াতে সমস্যা হচ্ছে এমনটা নয়, একাধিক বিমানকেও তাদের সফলসূচী পরিবর্তন করতে হয়েছে। সোমবার সকালেই দিল্লির দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে এসেছে। যার কারণে রাস্তায় দিনের বেলা আলো জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে যাতায়াত করতে হচ্ছে যানবাহন গুলিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version