।। প্রথম কলকাতা ।।
মাল্টি পারপোজ ভেহিকেল বা MPV গাড়ির তালিকায় অত্যন্ত সুপরিচিত নাম Toyota Innova। এবার সেই গাড়ির নতুন আপডেট লঞ্চ করল জাপানি সংস্থাটি। ইন্দোনেশিয়ার পর ভারতে উন্মোচিত হল Toyota Innova HyCross। এটি একটি শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন সমৃদ্ধ গাড়ি। যদিও এটির নন-হাইব্রিড ভ্যারিয়েন্টও উপলব্ধি। একনজরে গাড়ি সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য।
Toyota Innova HyCross চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেগুলি হল – G, GX, VX এবং ZX। এর মধ্যে G ও GX ভ্যারিয়েন্ট নন-হাইব্রিড পেট্রোল মডেল এবং বাকি দুটি ভ্যারিয়েন্ট VX ও ZX ভ্যারিয়েন্ট শক্তিশালী হাইব্রিড পেট্রোল মডেল।
Toyota Innova HyCross গাড়ির ফিচার্স
• প্যানারোমিক সানরুফ
• ৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে
• ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে
• ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোমেন্ট সিস্টেম
• জেবিএল সাউন্ড সিস্টেম
• কানেক্টড কার টেকনোলজি (টেলিমাটিক্স সহ)
• বৈদ্যুতিক সামঞ্জস্যযোগ্য এবং বায়ুচলাচল সামনের আসন
• দ্বিতীয় রোতে সামঞ্জস্যযোগ্য ক্যাপ্টেন আসন
• অ্যামবিয়েন্ট লাইটিং
• এলইডি লাইটিং
• ডুয়াল লেয়ার হাউজিং এলইডি প্রজেক্টর ইউনিট
Toyota Innova HyCross এর নিরাপত্তা ফিচার
• অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS)। এই ফিচারের অধীনে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট এর মতো ফিচার অন্তর্ভুক্ত
• ৩৬০ ডিগ্রি ক্যামেরা
• ৬ টি এয়ারব্যাগ
• ব্লাইন্ড স্পট মনিটর
• হিল/হোল্ড কন্ট্রোল
• অটো ব্রেক হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক
Toyota Innova HyCross গাড়ির ইঞ্জিন
নন-হাইব্রিড পেট্রোল মডেল – ২ লিটার ইঞ্জিন যা ১৭৪ পিএস ও ২০৫ এনএম টর্ক জেনারেট করে। ট্রান্সমিশন বিকল্প রয়েছে CVT (পরিবর্তনশীল ট্রান্সমিশন)।
হাইব্রিড মডেল – ২ লিটার ইঞ্জিন সাথে হাউব্রিড মোটর যা সম্মিলিত ভাবে ২০৬ এনএম পর্যন্ত টর্ক জেনারেট করে। মাইলেজ মিলবে ২১ কিলোমিটার। ট্রান্সমিশন রয়েছে e-CVT অর্থাৎ বৈদ্যুতিক ট্রান্সমিশন।
এই গাড়ি ৭ এবং ৮ আসনের বিকল্পে লঞ্চ হয়েছে। এটির দাম প্রকাশ করা হবে আগামী বছর অটো এক্সপো (Auto Expo) অনুষ্ঠানে। এই গাড়ির প্রতিদ্বন্দ্বি তালিকায় রয়েছে Mahindra XUV700, Kia Carens, Kia Carnival, Tata Safari এবং MG Hector Plus।