Weather update: আজ আরও নামল তাপমাত্রার পারদ, ১ জানুয়ারি কি জাঁকিয়ে শীত থাকবে?

।। প্রথম কলকাতা ।।

Weather update: আজ আবারও নামল তাপমাত্রার পারদ। গতকাল বৃহস্পতিবার থেকে আবারও পুরনো ফর্মে ব্যাট করা শুরু করেছে শীত। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার পারদ ছয় থেকে সাত ডিগ্রি নেমেছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে। ভোরের দিকে কুয়াশা (Fog) থাকলেও বেলা বাড়তি পরিষ্কার ঝকঝকে আকাশ চোখে পড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল শনিবার পারদ আরো কিছুটা নামবে। তাই কালও শীতের (cold) আমেজ টের পাবে শহরবাসী। জেলাগুলিতে পারদ আরও কিছুটা নামতে পারে। তবে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

বর্ষ শেষে অর্থাৎ ৩১ শে ডিসেম্বরের পর ফের তাপমাত্রা সাময়িকভাবে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। জানুয়ারির শুরুতে ১৬ থেকে ১৭ ডিগ্রিতে উঠতে পারে পারদ। অস্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন আগামী কয়েকদিনে আর হবে না। অর্থাৎ নয়া বছরের পয়েলা দিন জাকিয়ে শীত একেবারেই থাকবে না‌। বরং বেশ গরম থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং সিকিমে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বাকি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version