Biometric Verification: আজই শেষ তারিখ! বায়োমেট্রিক ভেরিফিকেশন না হলে কী হবে আপনার গ্যাস সংযোগের?

।। প্রথম কলকাতা ।।

Biometric Verification: আজই শেষ তারিখ। আজকের মধ্যে এলপিজি গ্যাসে বায়োমেট্রিক আপডেট করতে হবে। নাহলে নতুন বছর থেকে রান্নার গ্যাসে মিলবে না ভর্তুকি। সম্প্রতি রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগের সাথে আধার সংযুক্তিকরণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। একই সঙ্গে তাড়াহুড়ো দেখা দিয়েছে বায়োমেট্রিকের তথ্য যাচাইকরণ নিয়েও। এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, আধার লিঙ্ক না থাকলে কি সত্যিই নয়া বছরে আর ভর্তুকি মিলবে না গ্যাস সিলিন্ডারে? যারা এখনো অবধি লিংক করেননি তাঁদের কী হবে? মূলত এই কারণেই গ্রাহকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বিক্রেতা মহল সূত্রের খবর, নতুন নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। গ্যাসের সংযোগ বা ভর্তুকি বন্ধও হবে না। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনটি তেল সংস্থার সূত্র জানিয়েছে, এ দিন পর্যন্ত মন্ত্রক থেকে আর কোনও নির্দেশ আসেনি। ফলে ওই প্রক্রিয়া চলবে। সংযোগ বা ভর্তুকি বন্ধের কথাও কখনওই নির্দেশে বলা হয়নি। নির্ধারিত একটা সময়ের মধ্যে বায়োমেট্রিকের কাজ শেষ করতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরদের।দেওয়া হয়নি এর কোনও ডেডলাইন। অর্থাৎ ৩১ ডিসেম্বরের পরেও আপনি গিয়ে বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন গ্রাহকরা।

এই জটিলতার মধ্যেই বেশ কিছু জায়গার গ্রাহকরা অভিযোগ তুলছেন, এই প্রক্রিয়ায় জন্য কিছু ক্ষেত্রে টাকা চাওয়া হচ্ছে। সংস্থাগুলি তরফ থেকে স্পষ্টতই জানানো হয়েছে, পুরোটাই নিখরচায় হওয়ার কথা। টাকা চাওয়া বেআইনি। এমন হলে অভিযোগ জানাতে। প্রসঙ্গত, বায়োমেট্রিক যাচাই না থাকলে এখনই বন্ধ হবে না ভর্তুকি। তবে এই নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ভবিষ্যতে নিশ্চিত ভাবে ভর্তুকি বন্ধ হয়ে যাবে বায়োমেট্রিক যাচাই না থাকলে। এই আবহে সময়ে বায়োমেট্রিক যাচাই করিয়ে নেওয়াই ভালো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version