।। প্রথম কলকাতা ।।
তিনটে মিসড কল, ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সিম সোয়াপ স্ক্যাম সম্পর্কে এখনও জানেন না অনেকেই। ফাঁদে পা দেওয়ার আগেই সাবধান হন এখনই। জানুন, কিভাবে কাজ করে এই স্ক্যাম ? কত টা ভয়ংকর হতে পারে আপনার জন্য? সিম সোয়াপ স্ক্যাম, নামটি এখনও অনেকের কাছেই অজানা। তবে বর্তমানে যে ধরনের জালিয়াতিগুলো হচ্ছে, তার মধ্যে একটি হল এই সিম সোয়াপ স্ক্যাম। যেখানে অপরাধীরা কয়েক সেকেন্ডে যে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। এই স্ক্যামে, সাইবার স্ক্যামাররা ব্যবহারকারীদের ফোন নম্বর হাইজ্যাক করে এবং জাল সিম করে ব্যক্তিগত তথ্যের সাহায্যে অ্যাকাউন্ট খালি করছে। আর এই সব কিছুই হচ্ছে তিনটি মিসড কলের মাধ্যমে।
সম্প্রতি এমনই এক জালিয়াতির শিকার হয়েছে দিল্লির ৩৫ বছর বয়সী এক মহিলা। যিনি পেশায় উকিল। তিনি জানান, তাঁর ফোনে তিনটে মিসড কল আসে, আর তারপরই ব্যাঙ্ক থেকে টাকা উধাও হতে শুরু করে। তিনি কখনও কারএ সঙ্গে OTP বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি। কিন্তু তারপরেও তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। ডুপ্লিকেট সিম ব্যবহার করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে যায় প্রতারকরা।
সাইবার স্ক্যামাররা আপনার জাল ডকুমেন্টের ভিত্তিতে টেলিকম কোম্পানির দ্বারা ইস্যু করা একটি নতুন সিম পায়। তারপরে যখনই তারা কোনও লেনদেন করে, তখন তার ওটিপি আপনার কাছে আসে না, সাইবার অপরাধীদের কাছে আসে। তারপরে কয়েক সেকেন্ডেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স উধাও হয়ে যায়। সহজ কথায় ‘সিম সোয়্যাপ স্ক্যাম’ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্ক্যামাররা আপনার সিম কার্ডের একটি ডুপ্লিকেট সিম তৈরি করে এবং এটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
কিভাবে বাঁচবেন এর হাত থেকে ?
যদি কেউ আপনার কাছে টেলিকম কোম্পানি বা ব্যাঙ্কের নামে ব্যক্তিগত তথ্য চায়, তাহলে কোনও রকম ব্যক্তিগত তথ্য তার সঙ্গে শেয়ার করবেন না। যদি আপনার কাছে কোনও অজানা নম্বর থেকে ফোন আসে, তাহলে সতর্কতা অবলম্বন করা উচিত। যদি ফোনে আপনাকে বলা হয়, ব্যাঙ্কের কর্মচারী। তবে তা বিশ্বাস করার আগে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নিন।
সিম কার্ড সংক্রান্ত কোনও সমস্যা হলে দ্রুত সিম কার্ড সংস্থার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। সিম কার্ড যদি বন্ধ হয়ে যায়, তাহলে টেলিকম অপারেটরকে সেই বিষয়ে জানান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম