Weather update: শীতে কাঁটা ঘূর্ণিঝড়, বঙ্গে বাড়বে তাপমাত্রা

।। প্রথম কলকাতা ।।

Weather update: আন্দামান সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর সেই কারণে বাংলায় শীত সাময়িক ধাক্কা খেতে পারে। আজ ৯তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতিবার শীত বজায় থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা চড়বে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে রাজ্যে উত্তরে হওয়ার দাপট রয়েছে। ফলে শীতের আমেজ বজায় রয়েছে। ৯ তারিখ থেকে তাপমাত্রা হালকা হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। পরবর্তী তিন চার দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

মেঘলা আকাশ থাকলেও রাজ‍্যে আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা অনুভূত হচ্ছে সেটা আজও থাকবে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে পড়ায় তাপমাত্রা ফের বদল হতে চলেছে রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। সেটির অভিমুখ তামিলনাড়ু পুদুচেরী বা
সাউথ কোস্টাল অন্ধপ্রদেশের দিকে। এই।আবহাওয়ার প্রভাব আংশিক পড়বে বাংলায়। ৯ তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version