Royal Enfield Super Meteor 650: এবার আরামদায়ক লং ড্রাইভ হবে বাইকে! রয়্যাল এনফিল্ড আনছে ধামাকাদার গাড়ি

।। প্রথম কলকাতা ।।

Royal Enfield Super Meteor 650: আপনি কি বাইক প্রেমিক? মাঝেমধ্যেই নতুন বাইকে করে লং ড্রাইভে যেতে মন চায়? তাহলে এই সুসংবাদ শুধু আপনার জন্য। ভারতীয় যুবকদের জন্য ধামাকাদার ঘোষণা করেছে রয়্যাল এনফিল্ড। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Royal Enfield Super Meteor 650। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। বাইকটি গোয়ায় রাইডার ম্যানিয়াতে (Rider Mania 2022) উপস্থাপন করা হয়েছিল। এই চমৎকার গাড়িতে রয়েছে দুর্দান্ত সব ফিচার্স। ডিজাইন কিছুটা পুরনো মডেলের মত ঐতিহ্যবাহী। কিন্তু এই লুক উন্নত করতে বাড়তি এমন কিছু ফিচার্স যোগ করা রয়েছে, যার ফলে আপনার যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে। তাহলে আর দেরি কিসের? ঝটপট জেনে নিন Royal Enfield Super Meteor 650 সম্পর্কে দু-চার কথা।

Royal Enfield Super Meteor 650 এর ইঞ্জিন

নতুন Royal Enfield Super Meteor 650-এ একটি সমান্তরাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। বাইকটির গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। বাইকটির মাইলেজও অন্যান্য স্পোর্টস বাইকের থেকে বেশি হবে।রাইডারের নিরাপত্তার জন্য বাইকটিতে অনেক নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে। বাইকটির সামনের অংশে প্রচলিত USD ফর্ক এবং ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার রয়েছে। সাথে সাথে বাইক বন্ধ করার জন্য এতে ডিস্ক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও এতে ডুয়াল চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) দেওয়া হয়েছে।

এই বাইকের ডিজাইন ঐতিহ্যবাহী Royal Enfield SG650 এর মতই হবে। যদিও লুক উন্নত করতে অনেক নতুন বাড়তি ফিচার্স যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাউন্ড এলইডি হেডল্যাম্প, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, রেট্রো-স্টাইলযুক্ত উইংড লোগো, চওড়া হ্যান্ডেলবার, নতুন সাইড প্যানেল, ফরোয়ার্ড সেট ফুট পেগস এবং নতুন টেল সেকশন। আরামদায়ক রাইডিংয়ের জন্য এটিকে আরও ভাল স্কুপড সিট দেওয়া হয়েছে। এছাড়াও নন-অ্যাডজাস্টেবল হ্যান্ড লিভারও দেওয়া হয়েছে। বাইকটির দাম এখনো প্রকাশ করা হয়নি।

কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও বাইকটিকে তালিকাভুক্ত করেছে। Super Meteor 650 হতে চলেছে সবচেয়ে দামি Royal Enfield মোটরসাইকেল। ফ্ল্যাগশিপ ক্রুজার বাইকের দাম প্রায় ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। RE Super Meteor 650 মোটরসাইকেলের ৬৪৮সিসি প্যারালাল-টুইন অয়েল/এয়ার-কুলড ইঞ্জিনটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। ইঞ্জিনটি ৭২৫০আরপিএম-এ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৬৫০পিএমে-এ ৫২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। Royal Enfield Super Meteor 650 বাইকটি Astral Black, Astral Blue, Astral Green, Interstellar Gre এবং Interstellar Green রঙে পেশ করা হয়েছে। বাইকটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে – স্ট্যান্ডার্ড এবং ট্যুরার। বাইকটি Showa 43mm USD ফর্ক সাসপেনশন দিয়ে সজ্জিত। বাইকটিতে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনে ৩২০মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে। নতুন Super Meteor 650 ক্রুজ বাইকের দৈর্ঘ্য ২২৬০মিলিমিটার, প্রস্থ ৮৯০মিলিমিটার, উচ্চতা ১১৫৫মিলিমিটার, সিটের উচ্চতা ৭৪০মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫মিলিমিটার। বাইকটির ওজন প্রায় ২৪১ কেজি। তাই আশা করতেই পারেন, এই নতুন Royal Enfield Super Meteor 650 বাইকটি একটি শক্তিশালী লুক নিয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version