500 Rupees Note: এবার কী বাতিল হবে ৫০০ টাকার নোটও? বড় খবর দিল অর্থমন্ত্রক

।। প্রথম কলকাতা ।।

500 Rupees Note: আবারও কোনও বড় নোট বাতিলের সিদ্ধান্ত? এবার৫০০ টাকার নোট বন্ধ হতে চলেছে? ইতিমধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ৫০০ টাকার ব্যাংক নোট প্রত্যহার করা বা হাজার টাকার নোট ফিরিয়ে আনার ভাবনা রয়েছে কেন্দ্রের? সরকার কী কালো টাকা ধরতে ও জাল নোট বাজার থেকে সরাতে আবারো কোনো নোট বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে? তাহলে তার বিশদ প্রস্তুতি কি নেওয়া হচ্ছে? এমতাঅবস্থায় আপনার বাড়িতেও যদি এখন ৫০০ টাকা নোটের বান্ডিল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি আপনারও জেনে রাখা উচিত।দু হাজারি নোট নিয়ে এমনিতেই উদ্বেগে দিন কাটাচ্ছেন দেশের সাধারণ মানুষ। কারণ সম্প্রতি এই ২ হাজারি নোট বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনেকেই এই ব্যাংক নোট প্রত্যাহারে সিদ্ধান্তের মধ্যে ২০১৬ সালের নোট বাতিলকে স্মরণ করছেন। যদিও দেশবাসীকে আতঙ্কিত হতে মানা করেছেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস।

এই নোট ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।
ইতিমধ্যে সংসদেও এই কথাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এসবের মাঝেই মানুষকে আর একটি চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে রীতিমতো। সেটা হল ৫০০ টাকার নোট। বলা ভালো ২ হাজারি নোটের পাশাপাশি দেশবাসীর এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ৫০০ টাকার ব্যাংক নোটও। এমনকি শোনা যাচ্ছে,নয়া রূপে ১০০০ টাকার নোটও ফিরতে পারে দেশে। সেসব নিয়ে সংসদে তাদের বক্তব্য স্পষ্ট করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সংসদে বাদল অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রককে ৫০০ টাকার নোট বন্ধ, অর্থনীতিতে ১০০০ টাকার নোট পুনরায় চালু করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অর্থ মন্ত্রক ৫০০ টাকার নোট বাতিল করার বিষয়টি নস্যাৎ করে দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে রাতারাতি নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কালো টাকা নির্ধারণ করতে তৎকালীন চলতি পাঁচশ, হাজার টাকার ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় তাঁর এই সিদ্ধান্তে আলোড়ণ পড়ে যায় দেশ জুড়ে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশবাসীর বছরখানেক সময় লেগে যায়। এর বিনিময়ে রিজার্ভ ব্যাঙ্ক ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট চালু করে। ২ হাজারি নোট বাদ দিলে এখন বড় নোট হিসেবে রয়েছে পাঁচশো টাকার নোটই। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

সরকারও এই সময়সীমা বাড়ানোর পরিকল্পনা অস্বীকার করেছে। যখন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠতে শুরু করেছে ৫০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র তখন অর্থমন্ত্রী বিষয়টি খোলসা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে এখন তেমন কিছু ভাবছে না কেন্দ্র। পাশাপাশি হাজার টাকার ব্যাংক নোট ফিরিয়ে আনার বিষয়েও কোনো পরিকল্পনা নেই বলে অভিমত অর্থমন্ত্রীর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version