Students write with two hands: সমান গতিতে লিখছে দুই হাত! ঠোঁটস্থ ৫ ভাষা, এই শিক্ষার্থীদের দক্ষতা প্রশংসনীয়

।। প্রথম কলকাতা ।।

Students write with two hands: অসম্ভবকে সম্ভব করে তুলতে পেরেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি গ্রামের এই শিক্ষার্থীরা। তাদের দক্ষতা নজিরবিহীন। শুধুমাত্র ডান হাত নয় লেখার সময় সমান ভাবে চলছে তাদের বামহাত। আর মাতৃভাষা ছাড়াও বেশ কয়েকটি ভাষায় পারদর্শী তাঁরা। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দৃষ্টান্ত হিসেবে সামনে রেখেই পথচলা শুরু হয়েছিল। আজ বীণা ভাদিনী পাবলিক স্কুলের প্রায় একশোরও বেশি শিক্ষার্থী পটু দুহাতে লিখতে।

এনডিটিভি ডিজিটালে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার বুধেলা গ্রামের ঘটনা এটি। সেখানেই অবস্থিত এই বেসরকারি স্কুলটি। এই স্কুলের প্রায় একশোরও বেশি ছাত্র বর্তমানে ডান এবং বাম হাতে সমান গতিতে লিখতে পারেন একই সঙ্গে। এছাড়াও ওই স্কুলের শিক্ষার্থীরা হিন্দি, সংস্কৃত, ইংরেজি, উর্দু এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে এবং লিখতে পারে। ওই স্কুলেরই এক ছাত্র পঙ্কজ যাদব জানান, তিনি প্রথমে ডান হাতে লিখলেও পরবর্তীতে বাম হাত দিয়ে লেখা শুরু করেছিলেন। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উভয় হাতে লেখার দক্ষতা অর্জন করেন। এখন তিনি অষ্টম শ্রেণীর পড়ুয়া।

ওই স্কুলের অধ্যক্ষ বীরাঙ্গদ শর্মা জানান, প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দুহাত ব্যবহার করেই লিখতে পারতেন। সেটিকেই অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। সেই থেকেই অনুশীলন শুরু। আজ স্কুলের অধিকাংশ শিক্ষার্থীই এই দক্ষতা অর্জন করেছে। এছাড়াও এখনও পর্যন্ত এই স্কুল থেকে পাস করে বেরিয়েছেন প্রায় ৪৮০ জন। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা প্রত্যেকেই দু হাতে লিখতে পারেন এবং জানেন পাঁচটি ভাষা। ওই স্কুলের ছাত্ররা এক মিনিটে আড়াইশো শব্দের একটি পাঠ্য অনুবাদ করতে পারেন। বেশ কয়েকজন শিক্ষার্থী ১১ ঘন্টায় ২৪ হাজার শব্দ পর্যন্ত লিখতে পারেন ।

কী ভাবে তা সম্ভব? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্থানীয় মনোবিজ্ঞানীরা। তাদের কথায়, “আমাদের মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যাতে তাঁরা একই সময় তাদের মস্তিষ্কের উভয় অংশকে সমানভাবে ব্যবহার করতে পারেন। এই কারণেই তাঁরা উভয় হাত ব্যবহার করে লিখতে সক্ষম “।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version