।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express: ২০২২ সালের একেবারে শেষ লগ্নে বঙ্গবাসীর জন্য এক বিরাট উপহার এসেছিল বন্দে ভারত এক্সপ্রেস রূপে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। তারপর সেটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এই কিছুদিনের মধ্যেই পরপর দুবার ভয়ঙ্কর হামলার মুখোমুখি হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত চলছে বলে জানা গিয়েছে। তবে বন্দে ভারতের সুরক্ষায় আরও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে এবার তৈরি করা হবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group)।
ওই গ্রুপটিতে মূলত প্রত্যেক মুহূর্তের আপডেট খবর থাকবে অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস কখন কোন স্টেশনে ঢুকছে সেই তথ্য জানানো হবে। এছাড়াও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় এক্সপ্রেস ট্রেনের মধ্যে থাকবে রেল পুলিশ (Rail Police)। পুনরায় যাতে বাংলার বুকে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সচেতনতা অবলম্বন করবে পুলিশ প্রশাসন, এমনটাই জানানো হয়েছে। সবার প্রথম মালদায় বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে বড় বড় পাথর ছোঁড়া হয়। যার কারণে ভেঙে যায় বন্দে ভারত এক্সপ্রেসের জানালার কাচ। গতকাল ফের আবার নিউ জলপাইগুড়িতে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসের উপরে।
বিশেষ ব্যবস্থা ইস্টার্ন রেলওয়ের
জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসকে বাড়তি সুরক্ষা প্রদান করার জন্য পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে বিশেষ ঘোষণা করার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে সকল স্টেশনে বন্দে ভারত থামবে না সেই সকল স্টেশনে বিশেষভাবে সচেতনতামূলক ঘোষণা করা হবে। এছাড়াও যে সকল স্টেশন গুলির মধ্যে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাবে সেখানেও ঘোষণা করা হবে। মূলত জনসাধারণকে বোঝানোর চেষ্টা করা হবে, এই ট্রেনটি জাতীয় সম্পদ। কাজেই ট্রেন রক্ষা করার দায়িত্ব সকলেরই রয়েছে। যে সমস্ত জনবসতিপূর্ণ এলাকার পাশ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাবে সেখানেও এই সংক্রান্ত প্রচার চলবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলে তরফ থেকে। একলব্য চক্রবর্তী যিনি পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক, তিনি জানান সচেতনতা প্রচারের কাজে প্রয়োজনে লিফলেটও দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বন্দে ভারতে জানলা দরজার কাজগুলি মেরামতি করার জন্য খবর দেওয়া হয়েছে আইসিএফকে। এক্ষেত্রে মেরামতিতে কিছুদিন সময় লাগতে পারে।
তথ্যসূত্র : নিউজ ১৮ বাংলা, জি ২৪ ঘন্টা
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম