।। প্রথম কলকাতা ।।
The Annabelle House: আপনার কী গা ছমছমে জায়গা ভীষণ পছন্দের? এমনই হাড়হিম রহস্যে মোড়া জায়গায় বসে এক কাপ কফি আর আড্ডা হলে কেমন হয়?আড়াল থেকে যেন কেউ আপনাকে নজরে রাখছে!কিন্তু কে? ভূত দেখতে চান? গায়ে কাঁটা দেওয়া পরিবেশে তৈরি এই ক্যাফে (Caffe) যে কোন হরর সিনেমাকেও (Horor movie) হার মানাবে।
“অ্যানাবেল” (Annabelle) ছবির কথা মনে আছে নিশ্চয়ই? নানা”অশরীরী কাণ্ড” এক পুতুলকে (Annabelle) ঘিরে। ছবিটি (Horor Movie) দেখলেই কেমন গায়ে কাঁটা দেয়।রাতের ঘুমের মধ্যেও যেন হানা দেয় পৈশাচিক পুতুলটি সেই ভৌতিক উপস্থিতির অনুভূতিকে তিলে তিলে উপভোগ করতে পারবেন এবার কলকাতায় বসে। আপনাকে আসতে হবে “দ্য অ্যানাবেল হাউজ” (The Annabelle House) ক্যাফেতে। যাদবপুরের এই ক্যাফে যেন অশরীরীদের আস্তানা।
ক্যাফেতে ঢোকার মুখেই আপনাকে স্বাগত জানাবে এক ভৌতিক মুখ। একটু পরেই দেওয়ালের দিকে তাকালে দেখতে পাবেন সেই বিখ্যাত পুতুলের ছবি। এদিক সেদিক কাটা হাত ঝুলছে। কোথাও আবার নরকঙ্কাল। হালকা আলোয় যেভাবে ক্যাফেটিকে (The Annabelle House) সাজানো হয়েছে।গেলে মনে হবে কোনও ভুতের সিনেমার প্রেক্ষাপট। এই পরিবেশেই বন্ধুদের সঙ্গে জমাটি আড্ডা। একটা আলাদা রোমাঞ্চ আছে বটে।
এই ভৌতিক পরিবেশে পছন্দের খাবার চেখে দেখতে কেমন লাগছে?শহরের আর পাঁচটা ক্যাফের থেকে থিমভাবনায় একদম আলাদা। ভুতুড়ে পরিবেশের হাতছানির সঙ্গে ঘরোয়া খাবারেরটানেই দ্য অ্যানাবেল হাউজে (The Annabelle House) আসছেন ভোজনরসিকরা জানান ক্যাফের মালিক অভিষেক সিং।
ভূত নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। ভূতের সিনেমা দেখতে বা গল্প পড়তে ভালবাসার লোকের কমতি নেই। স্বচক্ষে ভূত দেখতে চান? তা হয়তো দেখতে পাবেন না এখানে। তবে সেই গায়ে কাঁটা মুহুর্ত গুলো উপভোগ করতে হলে আসতেই হবে এই ক্যাফেতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম