Rajasthan Assembly Election 2023: মোদীকে চাপে ফেলছেন বিজেপির এই নেত্রী! ৩ রাজ্যে জিতলেও ঘুরতে পারে খেলা ?

।। প্রথম কলকাতা ।।

Rajasthan Assembly Election 2023: মোদী-শাহকে চাপে ফেলছে বিজেপিরই এক নেত্রী। ৩ রাজ্যে ভোটে জিতেও উল্টে যেতে পারে বিজেপির ফল‌। পুরোনো বদলা নেওয়ার খেলা শুরু হচ্ছে বড় লেভেলে। কীভাবে পরিস্থিতি সামলাবেন নাড্ডা? বিজেপির জেতার অপেক্ষাটাই বোধহয় ছিল শুধু। সেই বিজেপির টিকিটে জিতেই এবার আলাদা খেলা শুরু। বিজেপির অতি পরিচিত এই নেত্রীর যার কথাতেই একসময় চলত গোটা মরুরাজ্য। হ্যাঁ একেবারেই ঠিক ধরেছেন কথা বলছি রাজস্থানের। সেখানে এবার বড়সড় ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। কে তুলবেন ঝড়? কোন নেত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে নাকি জয়পুরের রাজকুমারি দীয়া কুমারি?

২০০ আসনের রাজস্থান বিধানসভা এ বার বিজেপি ১১৫টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে। প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৬৯টি। নির্দল এবং অন্য দলগুলির প্রার্থীরা জিতেছেন ১৫টি আসনে। এবার শোনা যাচ্ছে ২০ জন বিজেপি বিধায়ককে নিয়ে বৈঠকে বসেছেন বসুন্ধরা রাজে। তবে রাজধানী জয়পুরের সর্দার পটেল মার্গে দলের রাজ্য দফতরে নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি নিবাস ১৩ নম্বর সিভিল লাইন্‌সে। আর এখানেই এই ঘটনাকে বিজেপি শীর্ষনেতৃত্বের উপর বসুন্ধরার চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

এমনটা হতে পারে বুঝতে পেরেই কি এবার বসুন্ধরাকে রাজস্থানের এবারের মুখ করেনি বিজেপি? একাধিক মিডিয়া রিপোর্টের দাবি ছিল কোণঠাসা বসুন্ধরা ক্যাম্পের কারণে এই নির্বাচনে ক্ষতি হবে বিজেপির। যদিও উত্তর ভারতের তিন রাজ্যের গেরুয়া ঝড় প্রাক নির্বাচনী যাবতীয় অঙ্ককে ভুল প্রমাণ করেছে। ২০০৩ সাল থেকে জিতে আসা ঝালরাপাটন বিধানসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫১ হাজার ভোটে এগিয়ে বসুন্ধরা রাজে। এবার ঘরে বাইরে বসুন্ধরা ঘিরে যে দ্বন্দ্ব ছিল তাতে জেরে এবার রাজস্থানের বিজেপির মুখ মোদীই ছিল।

অনেকেই বলেছিলেন গেরুয়া ঝড়ে যদি বসুন্ধরাপন্থী বিধায়করাও জয় ছিনিয়ে নিতে পারেন একবার তবে নতুন করে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠবেন মহারানি আর সেদিকে বইছে এখন রাজস্তানের হাওয়া। বিজেপির একটি সূত্র জানিয়েছে, সোমবার বিকেলে বসুন্ধরার বাড়ির ওই বৈঠকে গোপীচাঁদ মীনা, শঙ্কর সিংহ রাওয়তের মতো হেভিওয়েট বিজেপি বিধায়কেরা হাজির ছিলেন। বৈঠকে হাজির দুই প্রভাবশালী সদ্য নির্বাচিত বিধায়ক বাহাদুর সিংহ এবং সুরেশ রাওয়ত প্রস্তাব দেন বসুন্ধরাকে মুখ্যমন্ত্রী করার দাবিতে তাঁরা বিজেপি শীর্ষনেতৃত্বের দ্বারস্থ হবেন। সেই প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীতও হয়।

এদিকে রাজস্থানে মু্খ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে সদ্য বিধানসভা ভোটে জয়ী দুই লোকসভা সাংসদ দীয়া কুমারি এবং মহন্ত বালকনাথ। জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী অমিত শাহের পছন্দের বলে দলের একটি সূত্রের খবর। অন্য দিকে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে ঘনিষ্ঠ বালকনাথ এবার দেখার মরুরাজ্যের মাথায় এবার কাকে বসায় বিজেপি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version