Blood Painting: নিজের রক্ত দিয়ে ছবি আঁকেন এই শিল্পী, পরিকল্পনা জানলে আঁতকে উঠবেন

।। প্রথম কলকাতা ।।

Blood Painting: কখনো কখনো কিছু পেইন্টিং এমন হয় যা জীবনের সত্য উদঘাটন করে। পেইন্টিং গুলির গভীরতার মধ্যে থাকে বড়সড় কোন বার্তা। কখনো কখনো বিশ্বের ছোট্ট কোন থেকেও অনন্য চিত্রশিল্পীরা উঠে আসেন। যাদের ছবি দেখে তাক লেগে যায় গোটা বিশ্ববাসীর। সম্প্রতি এমনি এক চিত্রশিল্পীর কথা সারা বিশ্ব জুড়ে ছেয়ে গিয়েছে। যিনি রঙের পরিবর্তে ছবি আঁকেন নিজের রক্ত দিয়ে। তার পরিকল্পনার কথা জানলে কিছুটা হলেও আঁতকে উঠবেন। তিনি ক্রমাগত রক্ত দিয়ে এই ধরনের চিত্রকর্ম করে চলেছেন।

ফিলিপাইনের (Philippines) বাসিন্দা চিত্রশিল্পী আলিটো সার্কা (Artist Elito Circa) মেতেছেন অদ্ভুত চিত্রকলায়। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন। কয়েক বছর আগে হঠাৎ করেই তিনি শরীরে আঘাত পান। সেখান থেকে রক্ত বের হতে দেখে তার মাথায় ধারণা আসে যে তিনি রক্ত দিয়ে ছবি আঁকবেন। যেমন ভাবনা তেমন কাজ। ধীরে ধীরে এই কাজের জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন। অনেকবার সমালোচনা শিকার হয়েছেন, কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যাননি।

জানলে আশ্চর্য হবেন, তিনি শুধুমাত্র নিজের রক্ত দিয়ে রং করেন না। সেই রক্ত আবার জমা করে রাখেন।তিনি নাকি প্রতি তিন মাস অন্তর নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে নিজের দেহ থেকে রক্ত সংগ্রহ করেন। তিনি একবারে প্রায় ৫০০ মিলির রক্ত দিয়ে ছবি আঁকেন। তার স্টুডিওতে রক্ত সংরক্ষণ করে রেখে দেন।

এই শিল্পীর ইচ্ছা, তিনি আজীবন এই ধরনের চিত্রকর্ম করে যাবেন। তিনি স্বপ্ন দেখছেন, তার রক্ত দিয়ে প্রায় ১০০ মিটার ক্যানভাসে একটি পেইন্টিং করবেন, যা তাকে এনে দেবে বিশ্ব রেকর্ডের শিরোপা। সেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছেন। শীঘ্রই তিনি এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version