Weather Update: গরম পোশাক তুলে রাখবেন ভাবছেন? শীতের শেষ কামড় কিন্তু এখনও বাকি

।। প্রথম কলকাতা ।।

Weather Update: চলতি বছরে বঙ্গে বেশ জাঁকিয়ে শীত (Winter) পড়েছিল ঠিক কথা। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফিরে গিয়েছে।যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এত তাড়াতাড়ি শীত ফিরে যাওয়া বঙ্গবাসীর খুব একটা পছন্দ হয়নি। তার উপরে গতকাল গিয়েছে সরস্বতী পুজো। সারাদিন একটা গরম অনুভূতি কাজ করেছে। এই মতো পরিস্থিতিতে অনেকেই হয়তো ভাবছেন এবছরের মতো শীত বিদায় নিতে শুরু করেছে। কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে মিলল নতুন ওয়েদার আপডেট ( Weather Update)। শীত এখানেই শেষ নয়।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ আবারও হালকা শীতের আমেজ ফিরে আসবে বঙ্গে। কাজেই মাঝের এই কয়েকটি দিন হালকা গরম অনুভূত হলেও শীত পোশাকের পালা এখনও শেষ হয়নি। আবহাওয়া দফতর বলছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা খানিকটা ওঠানামা করতে পারে। রবিবার থেকে আবারও পারদ নামবে, মঙ্গল এবং বুধবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে সব মিলিয়ে আগামী ৪/৫ দিন প্রায় দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়াতেই থাকবে।

উত্তরবঙ্গেও খানিকটা একই রকম ছবি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে । এমনটাই প্রাথমিকভাবে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। শুক্রবার কলকাতায় (Kolkata) সকালের দিকে হালকা কুয়াশা দেখতে পাওয়া গিয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। সরবে কুয়াশা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস । শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯২ শতাংশ। তবে আগামী কয়েক দিন বৃষ্টির কোনো রকম সম্ভবনা নেই বঙ্গে।

অন্যদিকে আজ রাতেই উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত করতে তৈরি হয়েছিল, সেটি ক্রমশ নিম্ন চাপে পরিণত হবে আজ। আর তারপর সেটি এগিয়ে যাবে শ্রীলঙ্কার উপকূলের দিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version