Facebook: Facebook Password চুরি করেছে এই অ্যাপগুলি! আপনার ফোনেও আছে?

।। প্রথম কলকাতা ।।

Facebook: অ্যাপগুলো আপনার মুঠোফোনে আছে কি ? থাকলেই বিপদ। এখনই ডিলিট করুন। না করলেই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্মের পাসওয়ার্ড চুরি করে আপনার ব্যক্তিগত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে! ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি করা ক্যামেরা, ফিল্টার, ছবি সম্পাদনার কাজে ব্যবহৃত বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের নাম জানিয়েছে ফেসবুক। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারী অজান্তেই তাদের ফোনে বেশ কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যা তাদের পাসওয়ার্ড চুরি করছে।

কোন অ্যাপগুলি বিপজ্জনক ?

ক্যামেরা অ্যাপ, টি ব্যাগ ক্যামেরা, মডার্ন টাইম ক্যামেরা, টেক্সট ক্যামেরা, বর্ডার স্টিকার ক্যামেরা, ক্ল্যাসিক ফিল্টার ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, ফটো পিপ ক্যামেরা, ক্রাউন ক্যামেরা, ক্যামেরাঅ্যাডর্ন, ওয়ান্ডারফুল ক্যামেরা, মুড ক্যামেরা, স্টিকার মেকার প্রো, ফটো পিপ ২০২২, ক্যামেরা পিপ, পানা ক্যামেরা, ফটো পিপ, ব্লার ইফেক্ট ক্যামেরা, প্যানোরামা ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, সুইট সামার ক্যামেরা অ্যাপ, কার্টুন ক্যাম প্রো, পিপ ২০২২, লাইটলি ক্যামেরা, দ্যফান ক্যামেরা, রেড ক্যামেরা, ওসিয়া ক্যামেরা এবং কাইট ক্যামেরা।

ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপ কোনগুলি ?

ইনস্টাপিক, পিকা আর্টুন ফেস এডিটর, ভিডিও কনভার্টার মাস্টার, ডিংডিং ফটো ইফেক্ট এডিটর কুল ফটো এডিটর, এনজয় ফেটা এডিটর, কুল ফটো ফিল্টার, শেয়ার ফটো মেকার , স্মুথ পিকচার এডিটর, অ্যাশটন কার্টুন এডিটর, পার্ফেক্ট ফটো ইফেক্টস,ফেটা এডিটর, প্লে ফুট এডিটর অ্যান্ড কোলাজ, ফটো ফিল্টার, ক্রিয়েটুন ফেস এডিটর, ফটো ভিডিও এডিটর, ভিডিও ল্যান্সার–প্রো ভিডিও মেকার, কার্টুন ফেস ফটো এডিটর, শেপ ফটো এডিটর, ফেটা লেআউট এডিটর।

কীভাবে কাজ করে এই অ্যাপগুলো ?

এই অ্যাপগুলো মানুষের নজর কাড়ে ছবির সাহায্যে। শুধু তাই নয়, ফেক রিভিউও প্রিন্ট করা হয় ব্যবহারকারীদের ভরসা অর্জন করতে। মেটা সিকিউরিটি টিমের মতে, এই অ্যাপগুলো ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কাছে একটি ফেসবুক অ্যাকাউন্ট লগইন দাবি করে। ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারী লগ ইন করার সঙ্গে সঙ্গে অ্যাপস সেই ব্যবহারকারীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড চুরি করে।

সতর্ক হবেন কীভাবে ?

কোনও অ্যাপ ইনস্টল করার আগে লগইন করতে বললে, ডাউনলোড করবেন না। এছাড়াও, অ্যাপটি ডাউনলোড করার আগে, সমস্ত টার্মস এন্ড কন্ডিশন অর্থাৎ বিবরণ পরীক্ষা করে নেবেন। এটি থেকেই আপনি নিশ্চিত হতে পারবেন কিংবা একটি ধারণা হবে যে অ্যাপটি নকল নাকি আসল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version