Online Payment Risk: ফোনে এসেছে প্রচুর টাকা, ফেরত দিতে গেলেই সর্বনাশ! নয়া ফাঁদ জালিয়াতদের

।। প্রথম কলকাতা ।।

Online Payment Risk: বর্তমানে অনলাইন (Online) লেনদেনের রমরমা। কাছে ক্যাশ টাকা না থাকলেও দিব্যি বাইরে ঘুরে বেড়ানো যায়। সামান্য ফুচকার দোকানেও অনলাইন পেমেন্টের (Online Payment) ব্যবস্থা রয়েছে। মাত্র কয়েক সেকেন্ডে টাকা লেনদেন করা কোন ব্যাপারই নয়। প্রযুক্তির যত উন্নতি হচ্ছে ততই তার ফাঁকফোঁকর দিয়ে জালিয়াতরা পাতছে নয়া ফাঁদ। আপনি যদি অনলাইন পেমেন্ট কিংবা ইউপিআই (UPI) এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যদি দেখেন ফোনে ভুল করে প্রচুর টাকা চলে এসেছে তাহলে একটু সাবধান। সেই টাকা ফেরত দিতে গিয়ে পড়বেন মহা বিপদে। উল্টে ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)।

হয়ত ভাবছেন আপনি যদি কাউকে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার ক্ষতি কিভাবে হবে? আসলে সম্প্রতি সাইবার অপরাধীরা নতুন স্ট্র্যাটেজিতে মানুষকে বোকা বানাচ্ছে। প্রথমে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবে। আর সেই টাকা পাওয়ার মেসেজ আসবে আপনার ফোনে। আপনাকে ফোন করে বলা হবে ভুল করে টাকা চলে গিয়েছে। আপনাকে অনুরোধ করা হবে সেই টাকা যেন অনলাইন পেমেন্টের মাধ্যমে ফেরত দেওয়া হয়। আপনি যদি ভালো মানুষের মতো সেই কাজ করে ফেলেন তাহলে শিয়রে বিপদ। মুহূর্তে লোপাট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা। যখনই আপনি প্রতারকদের টাকা ফেরত দিতে যাবেন তখন আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাক করে নেবে তারা।

টাকা ফেরত দেবেন কীভাবে?

যদি দেখেন কোন অচেনা নাম্বার থেকে বা অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে তারপর সেখান থেকে ফোন করে সেই টাকা ফেরত দিতে বলছে, তাহলে একটু সাবধান। টাকা অবশ্যই ফেরত দেবেন কিন্তু তা অনলাইন লেনদেনের মাধ্যমে একেবারেই নয়। তাদের সঙ্গে ব্যাঙ্কিং লেনদেন সম্পর্কিত তথ্য শেয়ার করবেন না। বিশেষ করে ওটিপি। তারা যদি বারংবার অনুরোধ করে, সেই অনুরোধে গলে জল হওয়ার কোন দরকার নেই। তাদেরকে বলবেন, সশরীরে আপনার বাড়ির নিকটস্থ কোন থানায় এসে যেন টাকা ফেরত নিয়ে যায়। টাকা লেনদেনের এই বিষয়টি আপনাকে বিশদে জানাতে হবে নিকটস্থ থানায়। তাদের মাধ্যমেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। ভুলেও নিজে থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা ফেরত দেবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version