Indian Coast Guard Recruitment: রয়েছে একাধিক শূন্যপদ, কেন্দ্র সরকারের এই চাকরিতে চলছে নিয়োগ

।। প্রথম কলকাতা ।।

Indian Coast Guard Recruitment: কেন্দ্র সরকারের অধীনে আরও একটি আকর্ষণীয় চাকরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ডে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে চলতি বছরে। এক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে প্রায় দুইশোর বেশি। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে অবশ্যই জেনে নিন কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স কত এবং কীভাবে আপনি আবেদন করতে পারবেন।

পদ: ১.জেনারেল ডিউটি
২. ডোমেস্টিক ব্রাঞ্চ

বয়সসীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে বয়স প্রয়োজন ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে যারা এসসি/ এসটি শ্রেণীভুক্ত তাদেরকে পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। ওবিসিদের জন্য তিন বছরের বয়সের ছাড় থাকছে।

শূন্য পদ: ১. জেনারেল ডিউটিতে শূন্য পদ ২২৫টি
২. ডোমেস্টিক ব্রাঞ্চে শূন্যপদ ১২ টি

শিক্ষাগত যোগ্যতা: ১. জেনারেল ডিউটিতে আবেদন করার জন্য আবেদনকারীদের COBSE দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিত ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।

২. ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করার জন্য আবেদনকারীদের COBSE দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। কাজের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নিয়োগ পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। তবে নিয়োগ পদ্ধতি হল লিখিত পরীক্ষার, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা।

আবেদন ফি: উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের ৩০০ টাকা ফি দিতে হবে। এসসি/ এসটি / পিডব্লিউডি প্রার্থীদের জন্য আবেদন ফির প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি: সর্বপ্রথম আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে (www.joinindiancoastguard.cdac.in) যেতে হবে এবং নির্দিষ্ট লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে । তারপর আবেদন পত্রটি নিখুঁতভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণ করার পর নথিগুলি সাথে জুড়ে দিতে হবে এবং সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে আবেদন পত্রটি।

আবেদন শেষের তারিখ: বর্তমানে আবেদন শুরু হয়ে গিয়েছে এই পদগুলির জন্য। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version