Global Warming: গরম হয়ে উঠছে পৃথিবী, ভেঙে দেবে সব সীমা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

Global Warming: গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়ন (Global Warming) যে পরিবেশের জন্য ঠিক কতটা বিপ্পজনক হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েক বছর ধরেই বিজ্ঞানী মহল বারংবার সতর্ক করে এসেছে। তার জন্য বিভিন্ন দেশের সরকার নানান পদক্ষেপ গ্রহণ করলেও আদতে আদৌ কি সুরাহা মিলবে? প্রকাশ্য এসেছে এমন এক রিপোর্ট, যা অত্যন্ত উদ্বেগজনক। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। এখনই যদি রাশ না টানা হয় তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে।

প্যারিস চুক্তিতে একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্য অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের তাপমাত্রা থাকবে ১.৫° সেলসিয়াসের নিচে, যা বৈশ্বিক উষ্ণতা সীমিত করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির (AI) একটি নতুন প্রতিবেদনে গোটা বিশ্বকে সতর্ক করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে তাপমাত্রা ১.৫° সীমা অতিক্রম করতে পারে।

এআই এর সমীক্ষা অনুযায়ী, আগামী কয়েক দশক ধরে যদি এভাবেই নির্গমন বেশি হতে থাকে তাহলে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর তাপমাত্রা ২° সেলসিয়াস উষ্ণ হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ বেশি। প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশিত গবেষণাটি বিশ্বজুড়ে সাম্প্রতিক তাপমাত্রা পর্যবেক্ষণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী নোয়া ডাইফেনবাখ এই গবেষণার পত্রের অন্যতম লেখক। তিনি জানান, একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি ব্যবহার করে জলবায়ুর ব্যবস্থার বর্তমান অবস্থার উপর নির্ভর করে বলা যায় যে বিশ্ব ১.৫° সেলসিয়াস সীমা অতিক্রম করতে পারে।

গোটা পৃথিবীকে বাঁচাতে বিশ্ববাসীকে অবিলম্বে সতর্ক হওয়া দরকার। এখন থেকেই যদি দূষণে লাগাম না টানা যায় তাহলে ভবিষ্যতে বড়সড় বিপদ আসতে পারে। বিশ্ব উষ্ণায়নকে একেবারেই হালকা ছলে নেবেন না। একমাত্র প্রকৃতির সবুজই পারে বিশ্ব উষ্ণায়নকে আটকাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version