Karnataka Election 2023: অপেক্ষার অবসান! ঘোষিত হল কর্নাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

।। প্রথম কলকাতা ।।

Karnataka Election 2023: অবশেষে অপেক্ষার অবসান। বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১০মে কর্নাটক বিধানসভা নির্বাচন। ১৩মে ফল ঘোষণা। ২২৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (২৯ মার্চ) থেকে নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর হবে।

কংগ্রেস পার্টি ২৫শে মার্চ ১২৪ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বরুণা থেকে এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার কনাকাপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সিদ্দারামাইয়া বলেছেন এটাই হবে তার শেষ নির্বাচন এবং এর পর তিনি নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকবেন।

সিদ্দারামাইয়া বলেন, “আমি বরুণা আসনের ছেলে এবং তাই তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি আরও বলেন, “তবে কলার জনগণ আমাকে ভালোবাসা দেখিয়েছে এবং সেখান থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। তাই আমি দলীয় হাইকমান্ডকে কলার থেকেও টিকিট দেওয়ার জন্য বলেছি।”

এর আগে ২০ মার্চ, আম আদমি পার্টিও ৮০ জন প্রার্থী নিয়ে তার প্রথম তালিকা প্রকাশ করেছিল। দলটি বলেছে যে তারা রাজ্যের সমস্ত ২২৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে। বিজেপির তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও, প্রচার চালানো হচ্ছে জোরকদমে। গত সপ্তাহের শেষেই কর্নাটকে বিজেপির হয়ে প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই শাসক-বিরোধী উভয় দলই জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে।

কর্ণাটক বিধানসভার মেয়াদ ২৪মে, ২০২৩-এ শেষ হওয়ার কথা। রাজ্যের আগের বিধানসভা নির্বাচন ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জেডিএস কে সঙ্গে নিয়ে সরকার গড়ে কংগ্রেস। পরে বিজেপি সেই সরকার ফেলে দেয়৷ প্রথমে মুখ্যমন্ত্রী হন কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। পরে মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version