JEE Main 2023 Paper 2 Final Key: অপেক্ষার অবসান, প্রকাশিত জেইই মেনের দ্বিতীয় পত্রের ‘ফাইনাল অ্যানসার কি’! কীভাবে দেখবেন?

।। প্রথম কলকাতা ।।

JEE Main 2023 Paper 2 Final Key: অপেক্ষার অবসান, প্রকাশিত হল জেইই মেইন ২০২৩ (JEE Main 2023) এর অর্থাৎ জানুয়ারি সেশনের পেপার ২ এর চূড়ান্ত অ্যানসার কি (Final answer key)। যা আপনি দেখতে পাবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি/এনটিএ (The National Testing Agency) এর অফিসিয়াল ওয়েবসাইটে। প্রার্থীরা তাদের জেইই মেইন ২০২৩ এর পেপার ২ এর অ্যানসার কি দেখতে ক্লিক করবেন jeemain.nta.nic.in ওয়েবসাইটটিতে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এই ওয়েবসাইটের নিজেদের BArch এবং BPlanning এর ফাইনাল অ্যানসার কি দেখার সুযোগ পাবেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানুয়ারিতে সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) পরিচালনা করেছে। ২০২৩ এর জানুয়ারী সেশনের পেপার ২ অর্থাৎ B Arch এর জন্য পেপার 2A এবং B প্ল্যানিং পরীক্ষার জন্য পেপার 2B একক শিফটে পরিচালিত হয়েছিল। বিকাল ৩টে থেকে ৬টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। NTA দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ৪৬৪৬৫ জন প্রার্থী জেইই মেইন ২০২৩ পেপার ২-এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ নিবন্ধন করেছিলেন।

কীভাবে জেইই মেইনস ২০২৩ চূড়ান্ত অ্যানসার কি ডাউনলোড করবেন ?

সেশন ১-এর জন্য যৌথ প্রবেশিকা পরীক্ষা ২০২৩ এর ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সারাদেশে এই পরীক্ষার আয়োজন করা হয়। পেপার 2A এবং 2B ২৮শে জানুয়ারি পরিচালিত হয়েছিল। ২য় পত্রের জন্য মোট ৪৬৪৬৫ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version