।। প্রথম কলকাতা ।।
Unjam Bengaluru: বিশ্বের সবচেয়ে ধীর গতিতে গাড়ি কোন শহরে চলাচল করে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে দ্বিতীয় স্থানে নাম উঠে আসবে ব্যাঙ্গালুরুর (Bengaluru)। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেখানে ১০ কিলোমিটার রাস্তা গাড়িতে অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে ৩০ মিনিট। এরকম যানজটপূর্ণ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা স্বাভাবিকভাবেই একটা বড় চ্যালেঞ্জ। তাই শহরকে কীভাবে যানজট মুক্ত রাখা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
২৫ ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার #আনজ্যাম বেঙ্গালুরু ক্যাম্পেইনে (Unjam Bengaluru Campaign) অংশ নিয়েছিলেন স্পেশাল কমিশনার অফ ট্রাফিক এমএ সালিম (MA Saleem)। টাইমস ওফ ইন্ডিয়া বেঙ্গালুরুর একটি ট্যুইটার পডকাস্টে বেঙ্গালুরুর ট্রাফিক নিয়ে একাধিক তথ্য ভাগ করে নেন তিনি। পাশাপাশি জানান, বেঙ্গালুরুতে বর্তমানে রাস্তায় গাড়ির যাতায়াতের গতি বৃদ্ধি পেয়েছে (Increase the speed of travel) । আগে যা ছিল প্রতি ঘন্টায় ১৪ থেকে ১৮ কিলোমিটার এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ঘন্টায় ২০ থেকে ২২ কিলোমিটার।
টাইমস ওফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বেঙ্গালুরু শহরকে কীভাবে যানজট মুক্ত করা যায়, তার জন্য পরামর্শ চাওয়া হয়েছে জনসাধারণের কাছ থেকেই এই #আনজ্যাম ব্যাঙ্গালুরু ক্যাম্পেইনে ইতিমধ্যেই প্রায় ২০০০ পরামর্শ এসে উপস্থিত হয়েছে। এই উদ্যোগে শামিল হয়েছেন স্পেশাল কমিশনার ট্রাফিক এমএ সালিম। শহরের মানুষ যাতায়াতের ক্ষেত্রে এই অত্যাধিক ট্রাফিক নিয়ে কতটা সমস্যায় পড়ছেন তাঁরা তা নিজেদের মুখেই জানাতে পারেন ক্যাম্পেইনের মাধ্যমে।
টাইমস অফ ইন্ডিয়ার হোস্টিংয়ে প্রায় এক ঘন্টার একটি লাইভ ট্যুইটার পডকাস্টের মতো অনুষ্ঠান চালানো হয়। যেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক কমিশনার । তাঁর কথায়, করোনা পরবর্তী সময়ে মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। পূর্বে যেখানে মানুষ অ্যাপ ক্যাব সংস্থাগুলির সাহায্য নিত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য , বর্তমানে তাঁরা নিজেদের গাড়ি রাস্তায় নামাচ্ছেন। যার কারণে জায়গা একই রকম থাকলেও যানবাহনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যা শহরে যাতায়াতের গতিকে কমিয়ে দিয়েছে। তবে আশার আলো দেখিয়েছেন তিনি। পূর্বের তুলনায় শহরে যাতায়াত কিছুটা দ্রুত হচ্ছে বলেই জানা গিয়েছে।
— TOI Bengaluru (@TOIBengaluru) February 25, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম