Parliament winter session 2023: শীতকালীন অধিবেশনের তৃতীয়তম দিন, আজকের আলোচনায় কোন বিলগুলি?

।। প্রথম কলকাতা।।

Parliament winter session 2023: গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শাসকদল বিজেপির কাছে লোকসভা নির্বাচনের আগে এই অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই শীতকালীন অধিবেশনে আনা হতে পারে একগুচ্ছ বিল। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ভারতীয় ন্যায় সংহিতা বিল ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য বিল ২০২৩। আজ ৬ অধিবেশনের তৃতীয় দিন। আজকে আলোচনা করা হবে আলোচনা করা হবে লোকসভায় একটি বেশ গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। আজ তৃতীয়তম দিনে আলোচনা করা হবে জম্মু ও কাশ্মীর সংরক্ষন এবং পুনর্গঠন সংশোধনী বিল নিয়ে। ইতিপূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবেচনা ও পাসের জন্য সংসদের নিম্নকক্ষে পেশ করেছিলেন।

অধিবেধন শুরুর পূর্বে ২ ডিসেম্বর অর্থাৎ শনিবার কেন্দ্র সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi) জানিয়েছিলেন, মোট ২৩টি রাজনৈতিক দলের ৩০ জন নেতা যোগ দিয়েছিলেন এই বৈঠকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন এবং ১৫ দিন ধরে চলা অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য সব দলের কাছে আবেদন জানানো হয়েছে। অধিবেশন শেষ হবে আগামী ২২ সে ডিসেম্বর। বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যগুলিতে উঠেছে গেরুয়া ঝড়। এবার শীতকালীন অধিবেশনে তার বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কেন্দ্রের সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে উঠে পড়ে লাগতে পারে।

উল্লেখ্য, ১৭তম লোকসভার শেষ শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে ১৯ টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। IPC, CRPC, এভিডেন্স অ্যাক্টের রিপ্লেসমেন্ট এই তিনটি বিল বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version