Weather update: বাড়তে চলেছে তাপমাত্রা, আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা

।। প্রথম কলকাতা ।।

Weather update: দোরগোড়ায় মকর সংক্রান্তি। তার আগে ফের বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। মকর ডুবের সময় হার কাঁপানো ঠান্ডা (Cold) পাওয়ার সম্ভাবনা কম।

বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার অবশ্য তাপমাত্রা কমেছে। এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম এবং গতকাল অর্থাৎ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

আগামী সপ্তাহে শীত আরও একটি ঝড়ো ইনিংস শুরু করতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফেরে একবার জেলায় জেলায় জাকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ও শনিবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুক্রবার এবং শনিবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।

উল্লেখযোগ্যভাবে চলতি মাসে পাহাড়ে সেভাবে ঠান্ডা পড়েনি। তবে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর হালকা বৃষ্টি (Rain) সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে সিকিমে। বৃহস্পতিবার থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সরে যাবে। এর দরুণ তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরেলা অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত কমবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version