Weather Update: বেড়েছে তাপমাত্রা, আপাতত শহরজুড়ে বজায় থাকবে শীতের আমেজ

।। প্রথম কলকাতা ।।

Weather Update: পৌষ মাস শুরু হতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে শহরতলীতে। বিগত কয়েকদিনে যে ঠান্ডা অনুভূত করতে পারেনি মানুষ, এবার তা ভালোমতোই টের পাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে আজ, সোমবার কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যাবে।

কলকাতার তাপমাত্রা সামান্য বেড়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। কিন্তু শীত থাকবে আরও বেশ কয়েকদিন। দার্জিলিংয়ে (Darjeeling) হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সপ্তাহের শুরুতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।

অন্যদিকে সপ্তাহের প্রথম দু’দিনই বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার কারণে জলীয় বাষ্পের পরিমাণ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বেশি থাকবে। এর ফলে আগামী বেশ কয়েক দিন পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলি কুয়াশায় ঢাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকতে পারে। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকার কারণে, বেশ ভালই ঠান্ডা অনুভূত হবে।

এদিকে হাওয়া অফিস সূত্রে, দক্ষিণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। আগামী ২৪ ঘণ্টায় এর অবস্থান হবে শ্রীলঙ্কা উপকূলের কাছে। যার দরুন তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) সংলগ্ন এলাকাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তর রাজস্থানের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version