।। প্রথম কলকাতা ।।
Mobile Accessories: ফোন কম দামি তো কি হয়েছে, ব্যবহারের সময় কোন অসুবিধা না হলেই হল। বর্তমানে বহু কোম্পানি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে এসেছে। ফোন যদি একটু পুরনো হয়ে যায় বা যদি মনে করেন ফোনটা কম দামি তাহলেও চিন্তা নেই। হাতের কাছে কয়েকটি গ্যাজেট (Gadget) রেখে দিলে ফোন ব্যবহার করতে কোন অসুবিধাই হবে না। এক কথায় এই গ্যাজেটগুলি মোবাইলকে চাঙ্গা রাখতে ওস্তাদ। বর্তমানে মানুষের নিত্য সঙ্গী স্মার্টফোন। গোটা বিশ্বের তথ্য স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আমাদের কাছে ধরা দেয়। যত দিন যাচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। ফোন নির্মাতা সংস্থাগুলি ফোনের সঙ্গে যোগ করছে একের পর এক নতুন ফিচার্স। এমন কিছু গ্যাজেট রয়েছে যা ফোনের সঙ্গে ব্যবহার করলে আপনি এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন।
(১) সাম্প্রতিক সময়ে স্মার্টওয়াচের (Smartwatch) জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। এটির লুক বেশ স্মার্ট। মোবাইলের কাজকে সহজ করে দিতে পারে এই ছোট্ট গ্যাজেট। স্মার্ট ওয়াচের ছোট্ট স্ক্রিনে হোয়াটসঅ্যাপ, ফোন কল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট দেবে এই স্মার্ট ঘড়িটি। সংস্থাভেদে স্মার্টওয়াচের দামের পার্থক্য রয়েছে। আপনি নিজের বাজেট অনুযায়ী একটি স্মার্ট ওয়াচ সঙ্গে রাখতে পারেন।
(২) আপনার যদি ছবি তোলার শখ থাকে তাহলে সঙ্গে রাখুন স্মার্টফোন ট্রাইপড (Smartphone Tripods)। বহু স্মার্টফোনের ক্যামেরা তুরি মেরে হারিয়ে দিতে পারে ডিএসএলআরকে। বর্তমানে ভিডিও এডিটিং থেকে শুরু করে দুর্দান্ত কালেকশনের ছবি, সবকিছুই স্মার্ট ফোনে করা সম্ভব। তবে ভিডিও ব্লগিং করার সময় কিংবা ছবি তোলার সময় হাত কেঁপে গেলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে হাতের কাছে একটি স্মার্ট ফোন ট্রাইপড রাখলে ভালো। এর ফলে ছবি থেকে ভিডিও, সবকিছু আপনার মনের মতো হতে বাধ্য।
(৩) অফিসে হাজারো ব্যস্ততার মাঝে ফোনে চার্জ দিতে অনেকেই ভুলে যান। আবার ফোনের চার্জার বাড়ি থেকে অফিস বারংবার বহন করা সম্ভব নয়। যদি নিজের ফোনের চার্জার ছাড়া অন্য কোন চার্জারে দীর্ঘদিন ধরে চার্জ দিতে থাকেন সেক্ষেত্রে ফোন খারাপ হয়ে যেতে পারে। তাই আপনার ফোনে ক্যাপাসিটি অনুযায়ী কাছে রেখে দিন পোর্টেবল চার্জার (Portable Charger)। বিশেষ করে যখন দূরে কোথাও ভ্রমণে যাবেন তখন এই পাওয়ার ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(৪) বন্ধুহীন ব্যক্তিদের কাছে নিঃসঙ্গতা কাটাতে অন্যতম উপায় হয়ে উঠেছে স্মার্টফোন তার সাথে যদি একটি ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারবাড বা ইয়ারফোন থাকে তাহলে সঙ্গীর অভাব খুব একটা অনুভব করবেন না। বর্তমানে বহু স্মার্টফোন ব্যবহারকারীর কাছে এটি অত্যন্ত পছন্দের একটি গ্যাজেট। তার যুক্ত হেডফোনের যুগ প্রায় শেষ হয়ে এসেছে। এখন বেশিরভাগ মানুষ ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন ব্যবহার করে থাকেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম