।। প্রথম কলকাতা ।।
Solar Polar Vortex: বিশ্বে প্রাণের উৎস সূর্যকে কেন্দ্র করে এবার এক চাঞ্চল্যকর ছবি সামনে এল। অবশ্য এই ছবি সাধারণ জনগণের তরফ থেকে নয়। ট্যুইট করা হয়েছে এক বিজ্ঞানীর তরফ থেকে। এছাড়াও অন্যান্য বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের (Sun) একটি বড় অংশ বর্তমানে কয়েক টুকরো হয়ে গিয়েছে। যা দেখা গিয়েছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে। সূর্য ভেঙে গিয়েছে এমন দাবি ওঠার পর রীতিমতো হতবাক বিশ্বের বিজ্ঞানীরা। যদিও বিষয়টি আরও স্পষ্ট করার জন্য মহাকাশ বিজ্ঞানীরা বর্তমানে এই ঘটনাটির বিশ্লেষণ করতে চাইছেন। সংগ্রহ করতে চাইছেন এই সম্পর্কিত আরও তথ্য।
নাসার (NASA) স্পেস ওয়েদার ফোরকাস্টার ট্যামিথা স্কোভ (Tamitha Skov) ট্যুইট করেন একটি কয়েক সেকেন্ডের ফুটেজ। আর সেই ট্যুইটে খুব কাছ থেকে দেখা যাচ্ছে সূর্যকে। ট্যুইটে ট্যামিথা লেখেন, সূর্যের একটি অংশ ফিলামেন্ট থেকে পৃথক হয়ে গিয়েছে। আর এটি বিশাল মেরু ঘূর্ণি হিসেবে উত্তর মেরুর চারপাশে ঘুরছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ৫৫ ডিগ্রির ওপরে সূর্যের বায়ুমন্ডলীয় গতিশীলতা বোঝার প্রয়োজন রয়েছে। এই বিরল ঘটনায় বিজ্ঞানীদের নজরদারি রয়েছে । সূর্যের কোন অংশের টুকরো হয়ে যাওয়ায় তা সৌরজগতের উপর কতটা প্রভাব ফেলতে পারে , এই বিষয়টি পরিষ্কার করতে চাইছেন বিজ্ঞানীরা।
আমেরিকার মহাকাশ গবেষণাগারী সংস্থার নাসা’র জেমস ওয়েড় টেলিস্কোপের মাধ্যমে গত সপ্তাহে এই দৃশ্যটি সামনে এসেছে। এই বিষয়টি আসলে হল পোলার ভর্টেক্স। এমনটাই নিজের ট্যুইটে জানিয়েছেন ট্যামিথা।
পোলার ভর্টেক্স কী ?
পোলার ভর্টেক্স (Polar Vortex) বলতে জ্যোতির্বিজ্ঞানের (Astronomy) ভাষায় এক ঝড়ের কথা বলা হয়। যেটি সূর্যের উত্তর মেরুর প্রায় ৬০° অক্ষাংশ প্রদক্ষিণ করতে বর্তমানে সময় নিচ্ছে ৮ ঘন্টা। অর্থাৎ এর গতিবেগ অত্যন্ত বেশি। এছাড়াও জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর দুটি মেরুতেই একটা বিরাট অংশ জুড়ে নিম্নচাপ সৃষ্টি হয়। ওই অংশে এই পোলার ভর্টেক্স দেখতে পাওয়া যায়। যদিও গ্রীষ্মকালে সেটি কিছুটা দুর্বল হয়ে পড়ে কিন্তু শীতকালে এর সক্রিয়তা অনেকটা বৃদ্ধি পায়। সূর্যের এই অংশটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কী ঘটতে পারে ? এই বিষয়টি নিয়ে বর্তমানে মতস্থির করতে পারছেন না বিজ্ঞানীরাও । যদিও তাঁরা বিষয়টি নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন। কারণ এই ঘটনা তাদের জন্যও বিরল।
Absolutely gorgeous polar crown filament eruption off the northern pole of the Sun, just observed by the GOES/SUVI camera ☀️ Needless to say that this ejection is going more or less “straight up” and is not Earth-directed 😉 pic.twitter.com/UslNnKqJuD
— Dr. Erika Palmerio (@erikapal) February 10, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম