।। প্রথম কলকাতা ।।
Hydrogen Scooter: পেট্রোল ডিজেলের গল্প শেষ! হাইড্রোজেনে ছুটবে সুজুকির বার্গম্যান। কবে আসবে ভারতের বাজারে? কেমন হবে স্কুটারের ডিজাইন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। পেট্রোল-ডিজেলের গল্প শেষ! এ বার হাইড্রোজেনে চলবে গাড়ি। দিন দিন যেভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, তাতে সুবিধাই হবে। এখন সবার মনেই প্রশ্ন, কবে আসবে ভারতের বাজারে? চলতি মাসেই জাপানের একটি সম্মেলনে স্কুটারটি প্রকাশ্যে আনা হবে। একেবারে নতুন রূপে প্রকাশ্যে আনা হবে বার্গম্যান কে। এবার বার্গামান স্কুটারটি চলবে হাইড্রোজনে। তবে এই মুহূর্তে সুজুকি এর তরফে হাইড্রোজেন ইঞ্জিন তৈরি নিয়ে যাবতীয় গবেষণা এবং ডেভালোপমেন্ট চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
হাইড্রোজেনে চালিত স্কুটার কিংবা বাইক নিয়ে কাজ করছে এমন সংস্থা সুজুকি প্রথম নয়। ভারতের বাজারে মার্কিন বাইক প্রস্তুতকারী সংস্থা টাইটন ইলেকট্রিক হাইড্রোজেন চালিত টু-হইলার স্কুটার তৈরি করা নিয়ে কাজ করেছে। টু-হইলার ১৭৫ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে বলে সংস্থার দাবি। এমনকি টিভিএসও হাইড্রোজেন স্কুটার তৈরি করতে গবেষণা চালাচ্ছে। ইতিমধ্যে পেটেন্টের জন্যেওআবেদনও জানানো হয়েছে। আর এর মধ্যেই হাইড্রোজেন বার্গম্যান প্রকাশ্যে আনতে চলেছে সুজুকি।
অন্যদিকে সিএনজি বাইক আনার কথা জানিয়েছে বাজাজ অটো। ইতিমধ্যে এই বিষয়ে বাজাজ অটো কাজ করছে বলেও জানানো হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময় বাজাজের সিএনজি বাইক ভারতের রাস্তায় দেখা যেতে পারে। অর্থাৎ পেট্রোলের বিকল্প হিসাবে ইলেকট্রিক টু-হইলার নিজের জায়গা শক্ত করলেও আগামিদিনে হাইড্রোজেন স্কুটার এবং সিএনজিতে টু-হইলার চলবে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বার্গমান এর ইলেকট্রিক ভার্সন নিয়ে আসবে সুজুকি । তবে জাপানের ওই সম্মেলনে বার্গম্যান 400 ABAS স্কুটারটিতে 70 MPa হাইড্রোজেন ট্যাঙ্ক এবং হাইড্রোজেন ইঞ্জিন রেখে প্রদর্শিত করা হবে।
কেমন ডিজাইন হবে হাইড্রোজেন চালিত স্কুটারটির?
জানা যাচ্ছে,ডিজাইনের ক্ষেত্রে সুজুকি এর বার্গাম্যান, ইলেকট্রিক-পেট্রোল ভেরিয়েন্টের মতোই দেখতে হবে। এমনকি ক্ষমতার দিক থেকেও বৈদ্যুতিক স্কুটার 125-cc এর সমান হবে বলেও জানা গিয়েছে। তবে,কবে ভারতের বাজারে আসবে সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাইনি সংস্থা। ২৬ এ অক্টোবর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত জাপানের সম্মেলনটিতে প্রদর্শন করা হবে বার্গম্যানকে। তারপরেই আরও বিশদ তথ্য পাওয়া যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম