Tax Devolution to West Bengal: কর বাবদ কেন্দ্রের থেকে টাকা পেল রাজ্য, বাংলার ভাণ্ডারে কত এল ?

।। প্রথম কলকাতা ।।

Tax Devolution to West Bengal: দেশের সমস্ত রাজ্য থেকে কর এবং শুল্ক বাবদ টাকা রোজগার করে কেন্দ্রীয় সরকার। তারই ভাগ দিতে হয় প্রতিটি রাজ্যকে। নতুন বছর পড়ার আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক রাজ্যগুলিকে দিল কর হস্তান্তরের ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লক্ষ টাকা। এই হস্তান্তরে সবার উপরে রয়েছে কোন রাজ্য ? বাংলার ভান্ডারেই বা কত যুক্ত হল চলুন জেনে নেওয়া যাক। আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে, তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে। যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা। সেই অনুযায়ী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পেয়েছে ১৩ হাজার ৮৮ কোটি ৫৮ লক্ষ টাকা। ৭ হাজার ৩৩৮ কোটি টাকা পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। ৫ হাজার ৭২৭ কোটি টাকা পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। বাংলা রয়েছে চতুর্থ স্থানে। বাংলার ভাণ্ডারে এই অতিরিক্ত কিস্তিতে যুক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। রাজ্যগুলির জন্য মোট ৭২,৯৬১.২১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আর্থিক সুবিধার কথা মাথায় রেখেই উৎসবের মরসুমে সময়ের একটু আগে তহবিল মঞ্জুর হয়েছে।

কি ভাবে হয় এই হস্তান্তর ?

সাধারণত রাজ্যের আয়তন, জনসংখ্যা, আর্থিক ক্ষমতা-সহ বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ঠিক করা হয় কার কত টাকা প্রয়োজন। তার পরে তা বরাদ্দ করে বাটোয়ারা করা হয়। সেই অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এইভাবে পর পর বিচার করে অর্থ প্রদান করা হয়। একটি অর্থবর্ষে মোট ১৪টি কিস্তিতে হস্তান্তর করা হয়। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে কর বাবদ কেন্দ্রের আদায় করা তহবিলের ৪১ শতাংশ রাজ্যগুলির মধ্যে বণ্টন করা হয়।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়ে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতিমধ্যে সাক্ষাতে আলোচনা করতেও দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে জিএসটি কাঠামোর সঙ্গে এই অর্থের কোনও সম্পর্ক নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version