State Budget 2023: ১০ ফেব্রুয়ারি হবে না রাজ্যের বাজেট পেশ, দিন পরিবর্তনের কারণ নিয়ে জল্পনা

।। প্রথম কলকাতা ।।

State Budget 2023: ১০ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে রাজ্যের বাজেট পেশ করার আগেই বদলে গেল তারিখ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এবারে বাজেট (Budget) পেশ হবে না রাজ্যে। পিছিয়ে গিয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। তবে হঠাৎ এই তারিখ পিছিয়ে যাওয়ার কারণ কী ? এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা চলছে। সূত্রের খবর অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। আর ১৫ ফেব্রুয়ারি পেশ করা হবে রাজ্যের বাজেট।

প্রথমে ঠিক করা হয়েছিল যে ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে। আর ১০ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বাজেট পেশ করা হবে। কিন্তু অধিবেশন শুরুর তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৮-এ। আর বাজেট পেশ হবে আরও পরে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি। কেন পূর্ব ঘোষিত তারিখ পিছিয়ে নেওয়া হল এই প্রসঙ্গে সরকারের অন্দরমহলের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা হল, বিধানসভার বাজেট অধিবেশন মূলত রাজ্যপালের (Governor) ভাষণ দিয়েই শুরু হয়। কাজেই প্রথা অনুসারে ৮ ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের ভাষণ দিয়েই বাজেট অধিবেশনের সূচনা করবেন।

এরপর তাঁর ভাষণের উপর আলোচনা করার জন্য ১০ ও ১৩ ফেব্রুয়ারি বরাদ্দ করা হয়েছে। আর বিধানসভায় বাজেট পেশ করার দিন নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। জানা যায় প্রথা অনুযায়ী, অধিবেশন শুরু করার জন্য রাজ্যপালের কাছে অনুমতি চেয়ে একটি ফাইল পাঠানো হয়েছিল। ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল। তাতে রাজ্যের উদ্বেগ বাড়ছিল। তবে শেষ পর্যন্ত রাজভবন থেকে সেই ফাইল ফিরে আসে। কিন্তু পাল্টে যায় আগে থেকে ঠিক করে রাখা বাজেট অধিবেশন শুরু হওয়ার তারিখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি আগরতলায় যাবেন বলে জানা গিয়েছে। ৭ ফেব্রুয়ারি সেখানে একটি দলীয় সভাতেও অংশ নেবেন তিনি। তাই একদম প্রথমেই ঠিক হওয়া তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও মনে করছেন অনেকেই। যদিও এই তারিখ পরিবর্তনের নেপথ্যে আসল কারণ কী, সেই সম্পর্কিত কোন ব্যাখ্যাই দেওয়া হয়নি।অন্যদিকে, এবার বাংলার স্থায়ী রাজ্যপাল পদে দায়িত্ব গ্রহণ করার পর সি ভি আনন্দ বোস প্রথম পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে ভাষণ দেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version