Chhattisgarh Assembly Election Result: সাপ-সিঁড়ির লড়াই চলছে ছত্রিশগড়ে, বাঘেলকে পিছনে ফেলে এগিয়ে ‘ভাইপো’

।। প্রথম কলকাতা।।

Chhattisgarh Assembly Election Result: লুডোর ছক্কার গুটির মত কার্যত সাপ-সিঁড়ির লড়াই চলছে ছত্রিশগড়ে। ভোটের গণনার পর থেকে বেলা যত গড়াচ্ছে তত কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। ছত্তিশগড়ে পিছিয়ে আছেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রধান ‘মুখ’ ভূপেশ বাঘেল নিজেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, ছত্রিশগড়ে গেরুয়া শিবির ম্যাজিক ফিগারের অনেক ওপরে চলে গিয়েছে ৫৭টি আসন নিয়ে। অন্যদিকে সাড়াশির যাঁতাকলের মত আঁটকে গেছে কংগ্রেস, এই মুহূর্তে তার আসন সংখ্যা ৩১।

মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলার এই ভাবে পিছিয়ে পড়ার কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অনলাইন বেটিং অ্যাপ। কারণ এই ‘বেটিং অ্যাপ’ নিয়ে উত্তপ্ত ছত্তিশগড়ের রাজনীতি। মহাদেব বেটিং অ্যাপের মালিকের কাছে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ED-র দাবি অনুযায়ী, ভূপেশ বাঘেল মহাদেব বেটিং অ্যাপের কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছিলেন ৫০৮ কোটি টাকা। অন্যদিকে বঘেলের দাবি, ছত্তীসগঢ়ে কেন্দ্রীয় সংস্থার সাহায্যে ভোটে জিততে চাইছে বিজেপি। সেই কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। এই আবহে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাহলে কি নির্বাচনের আবহে ভোটবাক্সে ‘মহাদেবের’ প্রভাব পড়েছে ?

প্রসঙ্গত, এবার ছত্তিশগড়ে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়েছে। গত ৭ নভেম্বর হয় প্রথম দফায় ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ এবং ১৭ নভেম্বর বাকি আসনগুলিতে ভোটগ্রহণ হয়। মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল প্রতিদ্বন্দ্বিতা করছেন পাটন কেন্দ্র থেকে। এদিকে ভূপেশ বাঘেলের বিরুদ্ধে প্রার্থী অজিত যোগীর পুত্র অমিত যোগী এবং এবং বিজেপি সাংসদ তথা বাঘেলের দুঃসম্পর্কের আত্মীয় বিজয় বাঘেল। ভুপেশ বাঘেলের থেকে এগিয়ে রয়েছেন সম্পর্কে তাঁর ভাইপো বিজয়।

উল্লেখ্য বিষয় , বিজেপির দীর্ঘদিনের রাজপাট উৎখাত করে গত ২০১৮ সালে ছত্তিশগড় দখল করেছিল কংগ্রেস। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস ২০১৮ সালে ৬৮ আসনে জয়লাভ করেছিল। চলতি বছর বিধানসভা নির্বাচন শুরুর আগে বাঘেল জানিয়েছিলেন, যে এবার দল শুধু এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেবেই না, গতবারের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে কমপক্ষে ৭৫ হবে। কংগ্রেসের জয় নিয়ে বাঘেলের ভবিষ্যৎবাণী এখন মেলে কীনা, তারজন্য অপেক্ষা করতে হবে ভোটগণনার শেষ পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version