Weather Update: কালো হয়ে গেছে আকাশ, বৃষ্টিতে ভিজবে রবিবারও! দুর্যোগ থেকে রেহাই মিলবে কবে?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: শনিবার (Saturday) সকাল থেকেই আকাশের মুখ ভার। বঙ্গের বহু জেলায় কোথাও দফায় দফায় বৃষ্টি হয়েছে, আবার কোথাও মেঘে ঢেকে গিয়েছে আকাশ। রবিবার ছুটির দিনেও স্বস্তি মিলবে না। হাওয়া অফিস বলছে, শনিবার দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া আর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হবে। উপরন্তু রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছুটি দিন মাটি করে দিতে পারে বৃষ্টি। এমনি থেকেই মার্চ মাস শেষ হয়ে এপ্রিল পড়লেও এখনো পর্যন্ত তীব্র গরমের দেখা নেই। বিশেষজ্ঞরা বারংবার আশঙ্কা প্রকাশ করেছেন, ২০২৩ এর তীব্র দাবদাহে ভুগবে ভারত। হয়ত বৃষ্টির রেশ কাটলে তীব্র গরমে ভুগতে হতে পারে বঙ্গবাসীকে। বৃষ্টির আবহ থাকলেও বঙ্গের বেশিরভাগ জেলাতেই ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কিছু কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। মোটামুটি একই আবহাওয়া বিরাজ করবে রবিবারও। পাশাপাশি বইয়ে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টি সহ বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। অপরদিকে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়ার এই দুর্যোগ থেকে এখনই মুক্তি মিলছে না। হাওয়া অফিসের মতে, সোমবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি ঘটবে।

শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি বলতে গেলে সোমবারের আগে কড়া রোদের দেখা নাও মিলতে পারে। কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থাকলেও তীব্র গরমের সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাতের রেশ কাটলে সোমবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version