ষষ্ঠী মানেই ঠাকুর দেখা, কেমন সাজে নজর করবেন সকলের?

।। প্রথম কলকাতা ।।

ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন পুজোর উৎসব চলতে থাকে। পুজোয় আনন্দ করা, ঘুরতে যাওয়ার পাশাপাশি কোন দিন কেমন পোশাক পরবেন? কিভাবে সাজবেন তা নিয়ে এখনও নিশ্চয় চলছে জল্পনা কল্পনা কারণ প্রতিদিনের পোশাকেই থাকতে হবে নতুনত্ব। কেমন হবে ষষ্ঠীর সকালের সাজ কি পোশাক পড়বেন কেমন মেকাপ করবেন? বিধি অনুসারে ষষ্ঠীর সকালে পুজো শুরু হয়নি, কিন্তু মন বসে কি আর? অনেকের ছুটি পড়বে ষষ্ঠী থেকে তাই সকালটা দারুন সেজেগুজে অফিস যেতেই পারেন।আবার পোশাকটি আরামদায়ক আর আধুনিকও হতে হবে। প্রত্যেকবারের মতো এবারওৎকী আপনি ষষ্ঠীতে সিম্পল থাকতে চাইছেন?

তাহলে আপনি আরামদায়ক সালোয়ার কামিজ বেছে নিতে পারেন। পুজোর পাঁচ দিন অনেককেই শাড়ি পড়তে পছন্দ করেন না বিশেষ করে ষষ্ঠীর দিন অনেকেই একটু সাদামাটা থাকতে পছন্দ করেন। তারা বেছে নিতে পারেন সালোয়ার কামিজ, কুর্তি ওয়ান পিস অথবা ওয়েস্টার্ন যে কোনো পোশাক পুজো মানেই যে সব সময় ট্র্যাডিশনাল লোকে থাকতে হবে তা কিন্তু নয়। আপনি যে পোশাকে স্বস্তি পান সেই পোশাকই পরুন। শাড়ি পড়তে চাইলে সুতির শাড়ি মনিপুরী বা তাঁতের শাড়ি পড়তে পারেন ষষ্ঠীর সকালে যারা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার প্লান করছেন তারা একটা সুতির শর্ট ড্রেস আর স্নিকার্স করতে পারেন ‌।

দিনের বেলা খুব বেশি চড়া সাজ না করাই ভালো। পোশাকের সঙ্গে মানানসই সাজ না হলে কিন্তু পুজোর লুক মাটি। সেক্ষেত্রে সকাল হোক কিংবা বিকেল নো মেকআপ লুকে নজর কাড়তে পারেন সকলে। এক্ষেত্রে প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। তারপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন কম্প্যাক ব্যবহার করুন। খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ও ব্লাশ আর নুড শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন। ঠাকুর দেখার সময় চুল খোলা না রাখাই ভালো। এক্ষেত্রে টপ পনিটেল বা টপ বান করে নিতেই পারেন। সাজেই সম্পূর্ণ করুন ষষ্ঠীর সকালের সাজ।

আবার ষষ্ঠীর বিকেলে সাবেকি সাজে ভালোই লাগবে সেক্ষেত্রে যদি স্বাচ্ছন্দ বোধ করেন তাহলে স্বস্তির বিকেলে শাড়ি পড়তেই পারেন। আর তা না হলে কুর্তির সঙ্গে মানানসই পেন্সিল প্যান্ট আর ওড়নাতে করতে পারেন বাজিমাত। রাতের সাজে একটু চড়া মেকআপ চলতেই পারে। স্মোকি আই লুকে নজর কাটতেই পারেন। চোখের সাজ আর লিপস্টিক দুটো চড়া হলে ভালো লাগবে না।রাতে ঠাকুর দেখার প্ল্যান থাকলে চুল খোলা রাখতে পারেন। যদি হঠাৎ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে তাহলে একটা মেসি টপবান করে নিলেই হবে মুশকিল আসা।একটু সুগন্ধি দিনটিকে আলাদা করে দিতে পারে। নিত্য ব্যবহারের সুগন্ধি সরিয়ে একটি নতুন সুগন্ধি ব্যবহার করুন ষষ্ঠীতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version