Weather Update: কেটে গেছে মান্দাসের ছায়া, বঙ্গে জাঁকিয়ে শীত কবে পড়ছে?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: কেটে গিয়েছে মান্দাসের প্রভাব। স্বাভাবিকভাবেই এখন বঙ্গবাসীর মনে প্রশ্ন উঠছে, জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে? মান্দাসের প্রভাবে বঙ্গে কয়েকদিন শীতের দাপট কম ছিল। প্রভাব কাটতেই তাপমাত্রা নামার সম্ভাবনা, এমনটাই জানালো হাওয়া অফিস।

মান্দাসের প্রভাব সরাসরি বঙ্গে না পড়লেও শীতের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। আপাতত স্বমহিমায় শীত ফিরতে চলেছে বঙ্গে। এক ধাক্কায় কলকাতা তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি। ১২ই ডিসেম্বর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। ১৫ই ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা বেশ কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী দুই তিন দিন তাপমাত্রা কমতে পারে প্রায় দুই থেকে তিন ডিগ্রি। শহর কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কমবে জেলাগুলিতেও। তবে কবে থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে এই বিষয়ে এখন কিছু জানায়নি। আপাতত চার থেকে পাঁচ দিন তাপমাত্রা গড়ে একই থাকবে। ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও বেলা বাড়লে সেভাবে ঠাণ্ডা অনুভূত হবে না।

সোমবার বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৫৩%। দক্ষিণ বঙ্গের আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত আপাতত শুকনো থাকবে। অপরদিকে আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় সেভাবে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে। যার জেরে রাতের দিকে ঠান্ডা বাড়ার সম্ভবনা রয়েছে। মান্দাসের পর আর একটি ঘুর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আন্দামান সাগরে আর একটি ঘুর্ণাবর্ত তৈরি হতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version