।। প্রথম কলকাতা ।।
Gujarat Election 2022: চলতি মাসের শুরুতেই মোদী-শাহের গড়ে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট ছিল গুজরাটে। একদিকে বিগত এত বছরের শাসন টিকিয়ে রাখতে মরিয়া বিজেপি, অন্যদিকে হাল ছাড়তে নারাজ কংগ্রেস ও আপ। প্রথম থেকেই হিমাচল ও গুজরাটের নির্বাচনের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হাত-শিবিরের। কিন্তু এবারে রয়েছে আপ। আগামী ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে। সেদিনই জানা যাবে, শাসন টিকিয়ে রাখতে পারবে কিনা বিজেপি, নাকি নতুন সরকার গড়ে উঠবে গুজরাটে।
দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৫৮.৪৪ শতাংশ। এদিকে সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮২ আসনের ১৬৭-তেই জিতবে বিজেপি। গুজরাটে উঠবে গেরুয়া ঝড়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের সমীক্ষায় জানা যাচ্ছে এমনটাই। সমীক্ষা অনুযায়ী, ১৮২ আসন বিশিষ্ট বিধানসভায় ১৬৭টিই জিততে পারে ভারতীয় জনতা পার্টি। ৫৪.৫ শতাংশ পেতে পারে পার্টি। ১১টি আসন যেতে পারে আপের কাছে, কংগ্রেসের আসন সংখ্যা থামতে পারে চারটিতেই। অন্যদিকে আজ দ্বিতীয় দফার ভোট শেষে নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য অভিনন্দন জানিয়েছেন নমো।
২০১২-র গুজরাট বিধানসভা নির্বাচনে ১১৫টি আসনে জিতেছিল বিজেপি। প্রাপ্ত ভোটের হার ছিল ৪৭.৮৫ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৬১টি। দুটি আসনে জিতেছিল এনসিপি। এদিকে রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা বলছে, টানা সপ্তমবার সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে ১২৮ থেকে ১৪৮টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন। অন্যদিকে ২টি থেকে ১০টি আসন জিততে পারে আপ। এবার, দেখার কোন সমীক্ষা ঠিক প্রমাণিত হয়। তবে সব বুথফেরত সমীক্ষাই জানাচ্ছে ফের গুজরাটে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টিই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম