RBI: আমজনতার স্বস্তি! রেপো রেট ৬.৫ শতাংশ অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

RBI: সাধারণ মধ্যবিত্তের জন্য সুখবর। রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই। মনেটরি পলিসির বৈঠক শেষে আজ আরবিআই গভর্নর রেপো রেট নিয়ে বড় ঘোষণা করেন। গত বছরের মে থেকে ছয়টি বৃদ্ধির পর, বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট অপরিবর্তিত ৬.৫ শতাংশে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, মুদ্রানীতি কমিটি (MPS) রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যদি পরিস্থিতি এমন হয় তাহলে পরিবর্তিত পদ্ধতিতে কাজ করার জন্য প্রস্তুত থাকবে।

গত বছরের মে মাস থেকে আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট ছয়বার বাড়িয়েছে। আরবিআই ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৫.২ শতাংশে এবং অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ৫.১ শতাংশে থাকবে বলে অনুমান করেছে। আরবিআই গভর্নর বলেন, চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতি কমার দিকে ইঙ্গিত করা হয়েছে। টেকসই পতন না হওয়া পর্যন্ত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে জানান তিনি। রেপো রেট হল সেই হার যে হারে আরবিআই ব্যাঙ্কগুলিকে অর্থ ধার দেয় এবং এতে যে কোনও পরিবর্তন ব্যাঙ্ক ঋণ এবং ইএমআইগুলিকে প্রভাবিত করে৷

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়েছিল। যার ফলে পূর্ববর্তী রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৬.৫০ শতাংশহ। খুচরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন গভর্নর শক্তিকান্ত দাস। ২০২২ সালের ডিসেম্বরেও রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল।

আরবিআই গভর্নর জানান, ভারতের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। অর্থবছর ২০২৩-এ দেশের রিয়েল জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। ২০২৪ অর্থবছরে দেশে মুদ্রাস্ফীতির হার ৫.২ শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version