Illegal Hawkers: ফুটপাত জুড়ে হকারদের রাজত্ব, বেআইনি দখল রুখতে তৎপর পুলিশ-পুরসভা

।। প্রথম কলকাতা ।।

Illegal Hawkers: বড় রাস্তা দিয়ে চলবে গাড়ি এবং রাস্তার পাশে থাকা ফুটপাত জনসাধারণের হেঁটে যাতায়াত করার জন্য। এটাই সাধারণত আমরা জানি। কিন্তু কলকাতার গুরুত্বপূর্ণ বাজার গুলিতে এই ছবিটা একেবারেই অন্যরকম। কারণ ফুটপাত গুলির উপরে বেআইনি দখল বসিয়েছে হকাররা। রীতিমতো সেখানে দোকান তৈরি করে নিয়েছেন তাঁরা। যার কারণে ওই ফুটপাত দিয়ে জনসাধারণের হাঁটাচলা করা মুশকিল হয়ে উঠেছে। তবে এবার কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের তরফ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারের ফুটপাতকে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার তরফ থেকে সর্বপ্রথম গড়িয়াহাট, হাতিবাগান এবং নিউমার্কেটে ফুটপাত পরিমাপ করা হবে। এরপর সেখানে চলবে হকার্স সার্ভে। ওই নির্দিষ্ট বাজার গুলিতে কত সংখ্যক হকার নিজেদের নথিভূক্ত করিয়েছিলেন সেই তথ্য সংগ্রহ করা হবে। এই কাজ করে পুরসভার টাউন ভেন্ডিং । সেই কমিটির কো-চেয়ারম্যান এবং মেয়র পারিষদ দেবাশীষ কুমার নিউমার্কেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বলে জানা যায় । তাদের সঙ্গে ছিলেন নিউমার্কেট থানার পুলিশ আধিকারিকরা।

সকলের উপস্থিতিতে নিউমার্কেট থানার পুলিশ ফুটপাত বেআইনিভাবে দখল করে রাখার প্রসঙ্গে মাইকিং করেন। বেশ কিছু দোকান সেদিন মাপা হয় বলে জানা যায় । এই টাউন ভেন্ডিং কমিটি সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করবে । আর তারপর একটি রিপোর্ট তৈরি করা হবে । সেই রিপোর্টকে সামনে রেখেই বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে বেআইনিভাবে ফুটপাতের উপরে গজিয়ে ওঠা বাজারের ভবিষ্যৎ কী হতে চলেছে। যদিও পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশিরভাগ ফুটপাতের উপর গড়ে ওঠা দোকানগুলি ফুটপাথের প্রায় এক-তৃতীয়াংশের বেশি জায়গা নিয়ে নিয়েছে।

জানা গিয়েছে, হকারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুরসভা। তবে যাদেরকে উচ্ছেদ করা হবে তাদেরকে যত দ্রুত সম্ভব পুনর্বাসন দেওয়ার চেষ্টা করবে কেএমসি। আপাতত সর্বপ্রথম শহরের গড়িয়াহাট, হাতিবাগান এবং নিউমার্কেট বাজার পরিদর্শন করা হয়েছে। এখানকার সমস্যা মিটিয়ে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলিও ভবিষ্যতে একইভাবে ঘুরে দেখা হবে বলে জানা গিয়েছে টাউন ভেন্ডিং কমিটির তরফ থেকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version