Child Dengue: বাড়ছে শিশুদের ডেঙ্গি আক্রান্ত হওয়ার হার, কী কী সাবধানতা মেনে চলবেন অভিভাবকরা?

।।প্রথম কলকাতা।।

Child Dengue: এবার ডেঙ্গিতে ভয়ানক ভাবে আক্রান্ত হচ্ছে শিশুরাও (Child Dengue)। শুধু আক্রান্তই নয়, ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অনেক গুলো বাচ্চাও। যা স্বাভাবিক ভাবেই বাড়িয়েছে উদ্বেগ।

চলতি বছর ডেঙ্গির প্রথম বলি হয়েছিল কালীঘাটের এক কিশোর। পরিসংখ্যান বলছে, কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় শিশুরা ডেঙ্গিতে আক্রান্ত হলেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

শিশুদের ক্ষেত্রে কী কী সাবধানতা মেনে চলতে হবে?

১.জ্বর বেশি হলে মাথায় জলপট্টি দিতে হবে এবং ঈষদুষ্ণ জলে গা-হাত-পা স্পঞ্জ করাতে হবে।

২.বাচ্চাদের জ্বর হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনও ওষুধ বিশেষ করে আইব্রুফেন দেবেন না।

৩.যদি দেখা যায় যে সর্দিকাশি নেই, কিন্তু জ্বর ও গা-হাত-পা ব্যথা আছে, সে ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

৪.স্কুলে বাচ্চাকে লম্বা হাতার জামা ও ফুল প্যান্ট পরিয়ে পাঠান।

৫.এই সময়ে শিশুদের যাতে ডিহাইড্রেশন না হয়, সে দিকে নজর রাখা দরকার

৬.যদি বমি হয়, তা হলে শিশুকে হাসপাতালে ভর্তি করার দরকার হতে পারে।

৭.এই সময়ে শিশুদের যাতে ডিহাইড্রেশন না হয়, সে দিকে নজর রাখতে হবে।

উল্লেখ্য চিকিৎসকরা বারবার সাবধান করছেন যে ডেঙ্গি আক্রান্ত হলে শরীরে প্লেটলেট কমে যায়। তখন প্লেটলেট দেওয়া এবং অন্যান্য কিছু চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু, দেরিতে হাসপাতালে নিয়ে আসার ফলে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এর ফলে মাল্টি অর্গান ফেলিওরের প্রবণতা বাড়ে। তাই ডেঙ্গি হলে অভিভাবকদের দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version