Weather update: ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়, ফের দুর্যোগ

।। প্রথম কলকাতা ।।

 

 

Weather update: ভ্যাপসা গরমের যন্ত্রণা থেকে রেহাই। আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি এই কয়েকটা জেলায়। বর্ষা ঢুকে পড়ল দেশে। বাংলায় কবে ঝমঝমিয়ে বৃষ্টি? উত্তর হয়ে আসবে দক্ষিণে, কত দিনের অপেক্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর, আবহাওয়ার বড় খবর !

 

আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরব্ঙ্গে। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে। সেখানে জারি হলুদ সতর্কতা। রবিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি। আগামী সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বার রেমালের কারণে একটু আগেই বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা যত ক্ষণ না ঢুকছে, তত ক্ষণ বলা যাবে না যে, রাজ্যে আগে না পরে আসছে। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে ঢুকেছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ অংশে ঢুকে পড়ছে বর্ষা। আগামী দু-তিন দিনে তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে।

 

উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেটি দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে আর্দ্র জলীয় বাষ্প। তার জেরেই উত্তরের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

 

ভ্যাপসা গরমে হাঁসফাঁস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এর মধ্যেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আবার রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন সেখানকার বাসিন্দারা। তবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জন্য তাদের অপেক্ষা করতে হবে।

 

https://www.facebook.com/share/v/q1WHfxcPWNKoJjKp/?mibextid=w8EBqM

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version