।। প্রথম কলকাতা ।।
Mumbai News: মাঝে মধ্যেই রেল স্টেশনের (Rail Station) বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। যা দেখে রীতিমত আঁতকে ওঠেন দর্শকরা। কেউ স্বেচ্ছায় ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন, আবার কেউ বা ধীরে ধীরে রেললাইন ধরে ট্রেনের দিকে এগিয়ে যান। কিন্তু এবারের দৃশ্য এক্কেবারে অন্যরকম। বেশিরভাগ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আধিকারিকরা সেই সমস্ত ব্যক্তিদের উদ্ধার করেছেন। তবে এবার সবটাই দেখতে হল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ কিচ্ছু করার সময় ছিল না। এক ব্যক্তি হঠাৎ করে শুয়ে পড়েন রেললাইনের উপর, তার উপর দিয়ে চলে যায় চলন্ত ট্রেন।
দিনটা ছিল আর পাঁচটা স্বাভাবিক দিনের মতোই। ব্যস্ত প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। যারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তির মাথায় ছিল অন্য পরিকল্পনা। তিনি যাত্রীদের ভিড়ে মিশে থাকলেও বিশেষ কারণে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বেশ কিছুক্ষণ ধরেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন, আর মাঝে মাঝে উঁকি মেরে দেখছিলেন ট্রেন আসছে কিনা। কিছুক্ষণের মধ্যে সময় অনুযায়ী চলে এল লোকাল ট্রেন। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার আগেই ওই ব্যক্তি দ্রুত লাইনের উপর নেমে উপুড় শুয়ে পড়েন। যাত্রীরা পুরো ঘটনাটি দেখেন রীতিমত হতভম্ব। কোন পদক্ষেপ নেওয়ার আগেই ওই ব্যক্তির উপর দিয়ে ট্রেনটি চলে যায়। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের (Mumbai) ভিলে পারলে (Vile Parle) স্টেশনে।
পুরো দৃশ্য রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)। পুলিশ জানায়, ওই ব্যক্তির রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি নাকি রেলের চিফ লোকো ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কেন তিনি এমন কাজ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যারাই দেখছেন তারাই এই দৃশ্য দেখে আঁতকে উঠছেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনার সময় প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীদের অবস্থা। যারা হঠাৎ করেই ভয়ে চমকে উঠেছিলেন।
On January 26, a railway employee committed suicide under the train during the afternoon session at Vile Parle station. The reason behind the suicide is not yet clear but the step was taken due to work stress. #Mumbai #Suicides pic.twitter.com/Y6TEBXutst
— Ninad (@Ninad0921) January 31, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম