Milk Price: দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের, লিটার প্রতি দাম কত জানেন?

।। প্রথম কলকাতা ।।

Milk Pric: ফের দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের। মূল্যবৃদ্ধির বাজারে ১ টাকা করে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় ফুল ক্রিম দুধের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে টোকেন দুধের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে দুই টাকা। আজ সোমবার ২১ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে দুধের এই নয়া দাম।

গতকাল অর্থাৎ রবিবার দিল্লি-এনসিআর অঞ্চলে এই দাম বাড়ানো হয়েছে। এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম প্রতি লিটারে ৬৪ টাকা এবং টোকেন দুধের দাম প্রতি লিটারে ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকাতে দাঁড়িয়েছে। প্রসঙ্গে মাদার ডেয়ারির মুখপাত্র জানিয়েছেন, দুধের ৫০০ মিলি প্যাকের দামে এখন কোনও পরিবর্তন হবে না। চলতি বছরে এই নিয়ে চারবার দুধের দাম বাড়িয়েছে এই সংস্থা।

দেশের অন্যতম দুধ উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে একটি হল মাদার ডেয়ারি। রাজধানী এবং সংলগ্ন এলাকায় দৈনিক ৩০ লক্ষ লিটার দুধ সরবরাহ করে তারা‌। তাদের কথায়, দুধ উৎপাদনের খরচ বেড়েছে, কিন্তু আয় কমেছে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাকেট বন্দি অবস্থায় এবং ভেন্ডিং মেশিন মারফত দু’ভাবেই মাদার ডেয়ারি দুধ দেওয়া হয়। কিন্তু যে হারে লাগাতার দাম বেড়ে চলেছে তার ফলে, সাধারণ মধ্যবিত্তের সংসারে টান পড়বে বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

গেল অক্টোবরে কাঁচামালের মূল্যবৃদ্ধির কথা জানিয়ে দুধের দাম বাড়ানো হয়। সেবার দু’টাকা করে বাড়ানো হয়েছিল ফুল ক্রিম দুধের দাম। পাশাপাশি ওই একই দিনেই দুধের দাম বাড়িয়েছিল আমূল। গুজরাট বাদে দেশের সর্বত্র দুধের দাম বাড়িয়েছিল তারা। এবার ফের দুধের দাম বাড়ায় কার্যত সমস্যায় পড়তে চলেছে সাধারণেরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version