সোনার দাম কমল কয়েক হাজার! এটাই বিয়ের গয়না কেনার মোক্ষম সময়?

।। প্রথম কলকাতা ।।

পুজোর আগেই সুখবর! মধ্যবিত্তের হাতের নাগালে সোনা! একধাক্কায় ব্যাপক হারে দাম কমল সোনার। তবে কি এটাই সোনা কেনার মোক্ষম সময়। দামের পারদ নামলো কয়েক হাজার নিচে। গণেশ চতুর্থীর পরের দিনও হু হু করে দাম কমল সোনার। রূপোর দরও অনেকটাই কমে গেছে। সোনার দাম একটানা কমছে। যার ফলে খানিকটা স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। তার মধ্যেই সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি এটাই সোনা কেনার সুবর্ণ সুযোগ ?

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই পড়েছে। বিশেষ করে আমেরিকার বাজারে মন্দার কারণে সোনার দাম কমছে। বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.১৭ শতাংশ কমে প্রতি আউন্স ১৮২৭.৪০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে রুপার দর আউন্স প্রতি ০.৪৮ শতাংশ কমে ২১.২৮ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যার কারণে সোনা ও রুপোর দামে পতন দেখা যাচ্ছে। এ কারণে আমেরিকার শেয়ারবাজার ক্রমাগত পতন ঘটছে। এটাই কি ভারতীয় সোনার বিনিয়োগকারীদের জন্যও বড়ো সুযোগ?

৫ মে ভারতের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রায় ৬১,৭৩৯ টাকা। যা এখন প্রায় ৫৬ হাজারে নেমে এসেছে। শুধু তাই নয়, মে মাসে লেনদেনের সময় আমেদাবাদ বুলিয়ন বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৫০০ টাকা পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ থেকে ৫ হাজার টাকা কমেছে। গত ৪ মাসে এই দাম কমেছে। রুপোর দাম প্রতি কেজি প্রায় ৭০,০০০ টাকা। মে মাসে রুপোর দাম বেড়ে ৭৭,২৮০ টাকা হয়েছিল।

সাধারণত ভারতে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। আবার চাহিদা অনুযায়ীও দাম হয়। এখন সোনার চাহিদা তুলনায় কম। সেই তুলনায় জোগান বেশি হওয়াতেই দাম কমতির দিকে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটাই সোনায় বিনিয়োগের সোনালি সময়। কয়েক দিন আগে সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে অনেকে বিনিয়োগ করেছেন। সেই সময় পার হয়ে গিয়েছে। যাঁরা বন্ডে সোনা কেনেননি, তাঁরা বিনিয়োগ করতে পারেন এখন। কারণ, দাম কমেছে সোনার। যার ফলে যাঁরা কাগুজে সোনার বদলে সোনার গয়না বা সোনার বিস্কুট কিনতে চান, তাঁরাও বিনিয়োগের কথা ভাবতে পারেন।

আসলে বিশ্ব বাজারে ডলারের দাম বাড়ছে। এর ফলে অনেকেই আমেরিকার মুদ্রায় বিনিয়োগ বাড়াচ্ছেন। অন্য দিকে, সোনায় লগ্নি কমছে। তবে এমনটা যে অনেক দিন চলতে থাকবে, তা ভাবার কোনও কারণ নেই। তাই সোনায় বিনিয়োগ করতে হলে বা শখের সোনা কিনতে হলেও এটাই সব চেয়ে ভাল সময় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version