Pink Moon: আজ রাতের আকাশে দেখা মিলবে গোলাপি চাঁদ-এর ! সময়টা জানা আছে?

।। প্রথম কলকাতা ।।

Pink Moon: আজ রাতের আকাশে এক বিশেষ দৃশ্যের সাক্ষী থাকবে গোটা দেশ। আকাশে দেখা যাবে পূর্ণ গোলাপী চাঁদ (Pink Moon)। এই সময় প্রকৃতির বুকে প্রচুর গোলাপি রঙের ফুল ফোটে তাই একে এপ্রিলের ‘ফুল মুন’ বা ‘গোলাপী চাঁদ’ বলা হয়। ভারতে মূলত আজ রাত ১২টা বেজে ৩৪ মিনিটে চাঁদকে পূর্ণরূপে দেখা যাবে। আরও বিশেষ কিছু নাম রয়েছে এই গোলাপী চাঁদের। যেমন স্প্রাউটিং গ্রাস মুন (Sprouting Grass Moon), এগ মুন (Egg Moon), ফিশ মুন (Fish Moon)।

কেন গোলাপি চাঁদ বলা হয় ?

এপ্রিল মাসের এই সুপার মুনে’র নামকরণ করা হয়েছে ‘পিঙ্ক মুন’। মূলত মস পিঙ্ক নামের একটি ফুল আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসন্তের শুরুতেই এই ফুল দেখা যায়। আসলে এই ফুল হল বসন্তের প্রতীক। যাকে আবার moss phlox, creeping phlox ও mountain phlox এসব নামেও ডাকা হয়। এই ফুলের নাম অনুসারেই চাঁদের নামকরণ হয়েছে ‘পিঙ্ক মুন’।

এপ্রিল মাসের এই পূর্ণিমায় মূলত পালিত হয় হনুমান জয়ন্তী। এই দিনে ‘বাক পোয়া’ পালন করেন শ্রীলঙ্কায় বৌদ্ধরা। এবারের পূর্ণিমার রাতে চাঁদকে আরও উজ্জ্বল এবং বড় আকারে দেখা যাবে । এলাকা বিশেষে ‘পিঙ্ক মুনে’র দেখা মিলবে চন্দ্রোদয় এবং চন্দ্রাস্তের সময় অনুযায়ী ।

সত্যজিৎ রায়ের ‘গোলাপি মুক্তা রহস্য’-তে মগজাস্ত্রে শান দিয়ে ফেলু মিত্তির সেই রহস্যের সমাধানের কথা মনে পরে ? ‘গোলাপি মুক্তা’ না হলেও তবে এবার ‘পিঙ্ক মুন’ বা গোলাপি চাঁদ। তার রহস্য কী? সকলের মনে এখন এটাই প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version