Planetary Alignment: গ্রহদের প্যারেড শুরু হয়ে গেছে, ভোরে দেখা গেছে বিরল মহাজাগতিক দৃশ্য

।। প্রথম কলকাতা ।।

 

Planetary Alignment: এক মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছি আমরা। ভোরবেলা ঘটবে সেই কাণ্ড। আগামী এক সপ্তাহ সূর্যোদয়ের ২০মিনিট আগে আকাশে স্বর্গীয় দৃশ্য দেখা যাবে। আকাশের দিকে তাকালে পর পর ছয় গ্রহকে এক সারিতে দেখা যাবে। বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন পর পর। ভারত থেকে এই দৃশ্য দারুণ দেখা যাবে। গ্রহগুলি এত কাছাকাছি চলে আসবে যে পৃথিবী থেকে তাদের অপরূপ দেখাবে। সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সূর্যের অনেক কাছাকাছি চলে আসছে। একে একে সবাই আসবে।

 

আজ ৩ জুন, আজ থেকেই এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে ভারত। আজকেই থেকেই শুরু হচ্ছে গ্রহদের প্যারেড। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্যারেড। সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ছ’টি গ্রহই হাজির হবে এক সারিতে। বিশেষজ্ঞরা বলছেন, খালি চোখেই দেখতে পাবেন এই বিরল‌ দৃশ্য। আর সাথে যদি কোনও যন্ত্র থাকে তাহলে তো সোনায় সোহাগা।

 

জানেন কি, কে কে আসবে এক সারিতে? কাদেরকে দেখতে পাবো আমরা? বিজ্ঞানীরা বলছেন, এই হাফ ডজন গ্রহ-মহোৎসবে হাজির থাকবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য। তাই এই বিরল দৃশ্য কোনোভাবেই মিস করবেন না যেন। বিজ্ঞানীরা বলছেন, আগামী বেশ কয়েকদিন ধরেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

 

আচ্ছা এই যে মহাজাগতিক একটা দৃশ্যের সাক্ষী আমরা হতে চলেছি এটাকে কী বলে জানেন? বৈজ্ঞানিক পরিভাষায় এর কিন্তু একটা খুব সুন্দর নাম রয়েছে‌। এক সারিতে একাধিক গ্রহের অবস্থানকে বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। এতে গ্রহরা কিন্তু একে অপরের কাছে আসেনা। বরং তারা এমন একটা পজিশনে চলে আসে যে, পৃথিবী থেকে দেখলে মনে হয়, তারা যেন এক সারিতে রয়েছে। ছোটবেলায় আমরা প্যারেড করার সময় যেমন সারি দিয়ে দাঁড়াতাম, ঠিক তেমন।

 

‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভাল সময় ভোররাতে। কারণ একবার সূর্য উঠলেই আর কিন্তু পরিস্কার দেখা যাবেনা। যদিও নাসা আগেই জানিয়ে দিয়েছে যে, খালি চোখে এমনিও খুব স্পষ্ট দেখতে পাওয়া খুব একটা সম্ভব নয়। তবে যেসব জায়গায় মেঘমুক্ত আকাশ ছিল সেখানে ৩ জুন খুব ভোরে মঙ্গল আর শনিকে দেখা গেছে। বুধ আর বৃহস্পতি ছিল খুবই আবছা।পাশাপাশি নজর কেড়েছে একফালি চাঁদ। তবে ইউরেনাস আর নেপচুন কে দেখার জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের সাহায্য মাস্ট। ওদিকে শুক্র সূর্যের অনেক কাছে থাকার কারণে সেটিকেও খালি চোখে দেখতে পাওয়া যায়নি।

 

তবে যারা আজ দেখতে পাননি তারা হতাশ হবেননা। বিজ্ঞানীরা বলছেন, আগামি বেশ কয়েকটা দিন এই দৃশ্য দেখার সুযোগ পাবো আমরা। আকাশে মেঘ না থাকলে সূর্যোদয়ের ঠিক ২০-২৫ মিনিট আগে পূব দিকের আকাশে এই গ্রহগুলি দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সেটাকে ব্যাড লাক বলেই ধরে নিতে হবে।

 

তবে জানেন, গ্রহদের এই প্যারেড কিন্তু নতুন কোনও বিষয় নয়। মানুষ এমন ঘটনার সাক্ষী আগেও থেকেছে। এর আগে ১৯৭০ সালের শেষের দিকে বৃহস্পতি, শনি, আর ইউরেনাসকে এক সারিতে দেখা গেছিল। তারপর বিগত কয়েক দশকে গ্রহদের এত সুন্দর সমাপতন নাকি আর দেখা যায়নি। তবে এবছরটা একটু ব্যতিক্রম। গবেষকরা বলছেন, চলতি বছরের আগামী ২৮ আগস্ট ফের একবার গ্রহ মিছিলের সাক্ষী থাকবে পৃথিবী। আগামি ২০২৫ সালেও চার পাঁচবার এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্ময়ের আঁতুরঘর এই মহাকাশে ঘটনা তো ঘটে প্রচুর। শুধু সময় সুযোগ বুঝে আপনাকে তা খুঁজে নিতে হবে।

 

https://fb.watch/stCatx2Jag/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version