Ad Blocker Chrome: ফোনে অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা! মুক্তি রয়েছে এই সোজাসাপ্টা টিপসে

।। প্রথম কলকাতা ।।

Ad Blocker Chrome: বর্তমানে ফোন ব্যবহারের অন্যতম একটা সমস্যা হল অহেতুক বিজ্ঞাপন। আপনি কোনো দরকারি জিনিস দেখছেন হঠাৎ করেই হাজির হল একগাদা বিজ্ঞাপন। কিংবা কোনো তথ্য জানার জন্য একটি আর্টিকেল খুলেছেন তার মাঝে হাজির একাধিক বিজ্ঞাপনের নোটিফিকেশন। স্ক্রিনে টাচ করে বিজ্ঞাপনটিকে বন্ধ করতে গেলেন অথচ ভুলবশত অন্য আরেকটি বিজ্ঞাপনের পেজ খুলে গেল। বর্তমানে এমনটা হামেশাই হয়। এই বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। তার জন্য ব্যবহার করতে হবে গুগল ক্রোম (Google Chrome)।

বিজ্ঞাপন অবশ্যই কাজের, কিন্তু তা যদি সময় অসময়ে এসে হাজির হয় তাহলে বিরক্ত লাগতেই পারে। যদিও শুধু ফোন নয়, টিভিতেও অহেতুক বিজ্ঞাপন মাঝে মাঝে দর্শকদের বিরক্ত করে। স্মার্টফোন হলে তো আর কথাই নেই। স্ক্রিনে ভুলভাল জায়গা টাচ হলেই একাধিক বিজ্ঞাপনের পাশাপাশি রয়েছে ম্যালওয়ার থেকে শুরু করে ভাইরাসের ভয়। একদিকে সময় অপচয়, অপরদিকে জালিয়াতির আশঙ্কা। এমনিতেই দিনের পর দিন যেভাবে সাইবার জালিয়াতি বাড়ছে সেখানে স্ক্রিনে ভুলভাল জায়গায় টাচ হলে বিপত্তি বাড়তে পারে। যত অহেতুক বিজ্ঞাপনের সংখ্যা বাড়ছে, ততই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিপদের ঝুঁকি। আপনি খুব সামান্য উপায়ে এই অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে অযাচিত বিজ্ঞাপন আপনাকে এসে আর বিরক্ত করবে না। পাশাপাশি দূর হবে সাইবার জালিয়াতির ভয়। একটু দেখে নিন কিভাবে এই যন্ত্রণাময় অহেতুক বিজ্ঞাপনকে সহজে ব্লক করবেন।

আগে ভালোভাবে খেয়াল করুন এই বিজ্ঞাপনগুলি ঠিক কোথা থেকে আসছে অর্থাৎ আপনার ফোনে কোনো নতুন অ্যাপ ডাউনলোড করা হয়েছে কিনা। আপনি হয়তো এমন কোন ওয়েবসাইট ওপেন করেছিলেন যা ক্লোজ করেননি। আর সেখান থেকেই একের পর এক বিজ্ঞাপন এসেই চলেছে। আপনি চাইলে খুব সহজেই গুগল ক্রোম (Google Chrome) থেকে এই অহেতুক বিজ্ঞাপন বন্ধ করতে পারেন।

প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। দেখবেন স্ক্রিনের একদম উপরে ডান দিকে তিনটি ডট রয়েছে। সেখানে ক্লিক করলে সেটিং অপশন পাবেন। আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তার মধ্যে থাকবে সাইট সেটিংস (Site Settings)। দেখবেন এখানে অ্যাডস অ্যান্ড পপ-আপ অ্যান্ড রিডাইরেক্টস (Ads and Pop-Up And Redirects) বলে একটি অপশন রয়েছে। এই দুটি অপশনে ক্লিক করে এনেবেল করবেন। তাহলে আর অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে না। পাশাপাশি আপনার ফোনের তথ্য সুরক্ষিত থাকবে এবং সাইবার জালিয়াতির ঝুঁকি কমবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version