Peyush Bansal: মার্কিন মু্লুকের চাকরি ছেড়ে ৬০০ কোটির মালিক! পীযুষ বনসলের শুরুটা ছিল শূন্য থেকে

।। প্রথম কলকাতা ।।

Peyush Bansal: দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে লেন্সকার্ট (Lenskart) চশমার জনপ্রিয়তা। অনলাইনে নিজের পছন্দ অনুযায়ী অর্ডার করলে দোরগোড়ায় দিয়ে যাবে আপনার মনের মতো চশমা। যার শুরুটা হয়েছিল এক্কেবারে অন্যরকম ভাবে। কোটি কোটি টাকার চাকরি ছেড়ে দিয়ে নিজে কিছু করবেন বলে এক ব্যক্তি চলে এসেছিলেন দেশে। আজ সেই ব্যক্তি প্রায় ৬০০ কোটির মালিক। তিনি প্রমাণ করে দিয়েছেন দু’চোখ ভরা স্বপ্ন আর বুকে সাহসে ভর করে অনেক কিছুই করা যায়। ইনি হলেন পীযুষ বনসল (Peyush Bansal)। যিনি না থাকলে দেশ লেন্সকার্টের মতো চশমা পেত না।

দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। পড়াশুনা করেছিলে দিল্লির ডনবস্কো স্কুলে। তারপর যান কানাডায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন। পড়াশুনায় একটার পর একটা ধাপ পেরিয়ে চাকরি পান মাইক্রোসফটে। সেখানে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকার রাতারাতি বদলে দেয় তাঁর জীবন। সেই সময় দাঁড়িয়ে বিলাসী জীবনযাপনের কথা তিনি ভাবেনি। শুধুমাত্র টার্গেট রেখেছিলেন নিজে কিছু করবেন। ২০০৭ সালে নিজে কিছু করার তাগিদে দেশে ফিরে আসেন। খেয়াল করেন, ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে চশমা অত্যন্ত প্রয়োজন। তাঁর কর্মজীবনের পরতে পরতে রয়েছে দুঃসাহসিকতা। তিনি বারংবার চ্যালেঞ্জ নিয়েছেন। বর্তমানে তিনি একজন অন্যতম ধনী ব্যক্তি, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি। তাঁর হাতেই সূচনা হয়েছে লেন্সকার্টের (Lenskart)। তিনি এবং তাঁর প্রতিষ্ঠান বৈশ্বিক বিভিন্ন সংস্থা দ্বারা বারংবার স্বীকৃত হয়েছে। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। কিছুদিন আগেই ভারতের টিভিতে সম্প্রচারিত শার্কস ট্যাঙ্ক ইন্ডিয়ার অন্যান্য বিচারকদের সঙ্গে দেখা গিয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে শূন্য থেকে শুরু করে একদম টপে পৌঁছানো যায়।

পীযুষ বনসল সবসময় নতুন ব্যবসা কিংবা উদ্যোগপতিদের স্বাগত জানিয়েছেন। কিছুদিন আগে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া টু (Shark Tank India 2) এর মঞ্চে অজিঙ্ককে পীযুষ বনসল বলেন, “আপনি ৫০ লাখ নিতে এসেছিলেন। ১ কোটি, ১.৫ কোটি, ১.৭৫ কোটি, ২ কোটি যা চান নিয়ে যান”। তাকে ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিতে চেয়েছিলেন। আসলে এই মঞ্চে এসেছিলেন ২০২৩ সালের প্যাডম্যান, যার ভাবনা ছিল দুর্দান্ত.l অজিঙ্ক ধরিয়া নামক এক উদ্যোগপতি মঞ্চে হাজির করেন এক অসাধারণ প্রোডাক্ট। যা পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাবে। মূলত এটি একটি প্যাড ডিসপোজাল মেশিন। যা প্যাড রিসাইকেল এবং রিইউজ করবে। সনি টিভিতে সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০ টায় এই শো দেখানো হয়। যেখানে শার্ক হিসেবে রয়েছেন অমন গুপ্ত, নমিতা থাপার, পীযুষ বনসল প্রমুখ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version