MP New CM: মধ্যপ্রদেশে ঘোষিত হল নতুন মুখ্যমন্ত্রীর নাম, কে হলেন?

।। প্রথম কলকাতা ।।

MP New CM: সদ্য মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। এবার রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনের পালা। নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরই মধ্যপ্রদেশে কারা হতে চলেছে মুখ্যমন্ত্রীর জন্য মুখ। সেই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সকলের মধ্যে। আলোচনায় উঠে এসেছিল বেশ কয়েকজনের নাম। শিবরাজ সিং, দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, প্রহ্লাদ পটেল, কৈলাস বিজয়বর্গীয় সমেত একাধিক হেভিওয়েট ছিলেন এই দৌড়ে। এর আগে রাজ্যে শিবরাজ সিং চৌহান ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার কার্যত নতুন টুইস্ট এনে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম সামনে এনেছে বিজেপি।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, উজ্জৈন জেলার তিন বারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া মানে মধ্যপ্রদেশে গেরুয়া শিবিরের বর্ষীয়ান রাজনীতিক শিবরাজ সিং চৌহানের রাজনৈতিক যাত্রার শেষের শুরু। নির্বাচনে জেতার কার্যত দুই সপ্তাহ পরে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির । নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ৫৭ বছরের মোহন যাদবকে।

উলেখ্য, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে খড়কুটোর মত উড়িয়ে দিয়ে গোবলয়ে ঝড় তুলেছে বিজেপি। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জিতে নিয়েছে তারা। যদিও তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দোলাচলে ছিল গেরুয়া শিবির। শেষমেশ মধ্যপ্রদেশে মঙ্গলবার ঘোষিত হল নতুন মুখ্যমন্ত্রীর নাম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version