।। প্রথম কলকাতা ।।
Weather update: হিমেল ঠান্ডায় কাঁপছে উত্তর এবং পশ্চিম ভারত। প্রকৃতির ভেলকি একেই বলে। পাঁচ দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ পতনে ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যক্ষেত্রে এক রাতে ছয় ডিগ্রি পারদ পতন হয়ে রাতারাতি শীতের (Winter) আমেজ ফিরে এল কলকাতায়। পরশু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা কমে হয় ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আসছে। ফের প্রভাবে আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর করছেন ভারতের রাজ্যগুলিতে। ফের বর্ষবরণের রাতে তাপমাত্রা কমবে।
বুধবারে তুলনায় আজ বৃহস্পতিবার অনেক জায়গাতেই নূন্যতম তাপমাত্রা কিছুটা কমেছে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে পাঁচটি জেলায় দু এক পশলা বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে পারে প্রায় পাঁচ ডিগ্রির মতো।
কলকাতা ও তার আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে তবে আকাশ পরিষ্কার থাকবে।আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও কাল তাপমাত্রা নামলেও শনিবার এবং রবিবার তাপমাত্রা বাড়বে। বছর শেষ ও বর্ষবরণের শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম