।। প্রথম কলকাতা ।।
Weather update: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। কলকাতায় ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। বেড়েছে পর্যটকদের আনাগোনা। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
অর্থাৎ আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ২২ শে নভেম্বরের পর থেকে পারদ কিছুটা নামবে বলে মনে করা হচ্ছে।
বার অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম