Market Price: নতুন বছরে সবজির দামে হাত পুড়বে মধ্যবিত্তের! কেমন যাচ্ছে দরদাম?

।। প্রথম কলকাতা ।।

Market Price: নতুন বছর (New Year) মানেই গোটা জানুয়ারি (January) মাস ধরে পিকনিকের (Picnic) মরশুম। গোটা বিশ্ব ২০২২কে বিদায় জানিয়ে ২০২৩কে মানুষ আমন্ত্রণ জানাবে। আনন্দের পারদ থাকবে তুঙ্গে। তার সাথে পাল্লা দিয়ে বাড়তে পারে বাজার দর (Market Price)। কখনো কুয়াশা তো কখনো আবার রৌদ্রজ্জ্বল আকাশ। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতি হতে পারে ফসলের। ইতিমধ্যেই প্রমাদ গুনছেন কৃষকরা। বাজারে বেশিরভাগ সবজির দাম মধ্যবিত্তের নাগালে থাকলেও সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। সবজির দাম যতই ওঠা নামা করুক না কেন আদতে লাভ হয় না কৃষকদের। পাইকারদের কাছে জলের দরে বিক্রি করতে হয় সবজি। মুনাফা যায় পাইকারদের পকেটে। বাজারে যে সবজিগুলি ৩০ টাকার কাছে কেজি দরে বিক্রি হচ্ছে তা কৃষকরা বিক্রি করছেন বড় জোর ১০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, নতুন বছরে সবজির দাম আরো বাড়তে পারে। যদিও কপির দাম এখনো পর্যন্ত লাগামের মধ্যেই রয়েছে। পিঁয়াজ কলি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিন এগুলির দাম এখন একটু বেশি থাকবে। ধীরে ধীরে ঠান্ডা কমলে এই সবজি গুলির দাম কমতে থাকবে। অপরদিকে আগের থেকে অনেকটা কমেছে টমেটোর দাম। বাজারে সিম আর কপি পেয়ে যাবেন ১৫ থেকে ২০ টাকার মধ্যে। বাজার যাওয়ার আগে এক নজরে দেখে নিন দরদাম।

খুচরো বাজার অনুযায়ী,

কুমড়ো – ২৫ থেকে ৩৫ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ১০ থেকে ১৫ টাকা
শশা – ৩০ থেকে ৪০ টাকা
গাজর- ২৫ থেকে ৩৫ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
টমেটো- ২০ থেকে ৩০ টাকা কেজি
ধনেপাতা – ২০ থেকে ৩০ টাকা ( বান্ডিল ২ থেকে ৪ টাকা )
করোলা – ৪০ থেকে ৫৫ টাকা
মুলো- ৪ থেকে ৬ টাকা পিস
পিয়াঁজকলি – ৩৫ থেকে ৪৫ টাকা
বেগুন- ২৫ থেকে ৪০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ২৫ থেকে ৩৫ টাকা
সিম – ১৫ থেকে ২৫ টাকা
মটরশুঁটি- ৫৫ থেকে ৬৫ টাকা
নতুন আলু- ২৫ থেকে ৩০ টাকা
পুরনো আলু- ১৩ থেকে ১৮ টাকা
চন্দ্রমুখি আলু – ১৮ থেকে ২২ টাকা
পিঁয়াজ – ৪৫ থেকে ৫০ টাকা
আদা- ৮০ থেকে ৯০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৫০ থেকে ৬০ টাকা
কচু – ৩০ থেকে ৪০ টাকা
কাঁচকলা – ৪ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৫ থেকে ৬ টাকা পিস
পালং শাক – ২৫ থেকে ৩০ টাকা
( দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version